রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, কী এমন কাজ মেয়েদের সামনে দিয়ে নয়, পিছন দিয়ে করা উচিত?

General Knowledge: পরীক্ষায় ও ইন্টারভিউতে নানান রকমের প্রশ্ন করা হয়ে থাকে। এই প্রশ্নের তালিকায় জেনারেল নলেজ (General Knowledge) সহ ইতিহাস-ভূগোলের মতো বিষয় থাকে। উত্তর সঠিকভাবে না জানার কারণে বহু চাকরিপ্রার্থীকেই…

Advertisements
  1. General Knowledge: পরীক্ষায় ও ইন্টারভিউতে নানান রকমের প্রশ্ন করা হয়ে থাকে। এই প্রশ্নের তালিকায় জেনারেল নলেজ (General Knowledge) সহ ইতিহাস-ভূগোলের মতো বিষয় থাকে। উত্তর সঠিকভাবে না জানার কারণে বহু চাকরিপ্রার্থীকেই হতভম্ব হয়ে বসে থাকতে হয়। চাকরিপ্রার্থীদের যাতে এই ধরণের পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, এই প্রতিবেদনে কিছু প্রশ্নোত্তর শেয়ার (General Knowledge SAQ) করা হল।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

General Knowledge

১. কে বাংলার ‘মুকুটহীন রাজা’ নামে পরিচিত?
উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার ‘মুকুটহীন রাজা’ নামে পরিচিত।

Advertisements

২. কোথায় শৈলেন মান্না স্টেডিয়াম আছে?
উঃ- হাওড়ায় শৈলেন মান্না স্টেডিয়াম আছে।

৩. কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতার নাম কী?
উঃ- কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতার নাম হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৪. কোন বিষয়ে মেঘনাদ পুরস্কার দেওয়া হয়?
উঃ- বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে মেঘনাদ পুরস্কার দেওয়া হয়।

৫. ‘রাখিবন্ধন’ উৎসবের উদ্যোক্তার নাম কী?
উঃ- ‘রাখিবন্ধন’ উৎসবের উদ্যোক্তার নাম হল রবীন্দ্রনাথ ঠাকুর।

৬. কোন খেলার সঙ্গে আরতি সাহার নাম যুক্ত?
উঃ- সাঁতারের সঙ্গে আরতি সাহার নাম যুক্ত।

৭. ভারতের কোন শহর ‘পিঙ্ক সিটি’ (Pino City) নামে পরিচিত?
উঃ- জয়পুর ভারতের ‘পিঙ্ক সিটি’ (Pino City) নামে পরিচিত।

General Knowledge

৮. বর্তমানে কে ভারতের রাষ্ট্রপতি পদে আছেন?
উঃ- বর্তমানে ভারতের রাষ্ট্রপতি পদে আছেন দ্রৌপদী মুর্মু।

৯. কোন সালে থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়?
উঃ- ১৯৬১ সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়।

১০. ভারতে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ- ভারতে প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল।

১১. কে শকাব্দ প্রবর্তন করেন?
উঃ- কনিষ্ক শকাব্দ প্রবর্তন করেন।

১২. কী এমন কাজ মেয়েদেরকে সামনে দিয়ে নয়, পিছন দিয়ে করা উচিত?
উঃ- প্রশংসা।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements