General Knowledge: জেনারেল নলেজ না পড়লে চাকরির পরীক্ষায় পিছিয়ে যেতে হয়। চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে জেনারেল নলেজ (General Knowledge) বিষয়টি। এই বিভাগে যত বেশিই তথ্য সংগ্রহ করা হোক না কেন, তা কম বলে মনে হয়। তাই এগিয়ে থাকতে প্রত্যেকদিন নতুন প্রশ্নোত্তর ঘাঁটতে হয়। চাকরিপ্রার্থীদের সাহায্য করার জন্য এই প্রতিবেদনে তেমনই কিছু প্রশ্ন ও উত্তর (General Knowledge SAQ) দেওয়া হল।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. কে হিন্দুমেলার আয়োজন করেছিলেন?
উঃ- নবগোপাল মিত্র হিন্দুমেলার আয়োজন করেছিলেন।
২. পশ্চিমবঙ্গ দিবস কবে?
উঃ- ২০ জুন তারিখে রয়েছে পশ্চিমবঙ্গ দিবস।
৩. কী হিমালয়ের হ্রদ নামে পরিচিত?
উঃ- রূপকুণ্ড হিমালয়ের হ্রদ নামে পরিচিত।
৪. ভারতে অবস্থিত দীর্ঘতম খালের নাম বলো।
উঃ- ভারতে অবস্থিত দীর্ঘতম খালের নাম হল ইন্দিরা গান্ধী ক্যানেল (৬৫০ কিমি দীর্ঘ)।
৫. কোন ট্যাক্স সমাজে আয়বৈষম্য দূর করার ক্ষমতা রাখে?
উঃ- প্রগতিশীল কর সমাজে আয়বৈষম্য দূর করার ক্ষমতা রাখে।
৬. ভারতের সর্বোচ্চ সাহসী সম্মানের নাম কী?
উঃ- ভারতের সর্বোচ্চ সাহসী সম্মানের নাম হল পরমবীর চক্র।
৭. কোথায় বাংলার প্রথম মুদ্রণখানা তৈরি হয়েছিল?
উঃ- হুগলি জেলায় বাংলার প্রথম মুদ্রণখানা তৈরি হয়েছিল।
৮. ভারতের দীর্ঘতম সেতুর নাম কী?
উঃ- ভারতের দীর্ঘতম সেতুর নাম হল ভূপেন হাজারিকা সেতু তথা ঢোলা-সাদিয়া সেতু।
৯. ভারতের কথা থেকে ‘ভয়েস অফ ইন্ডিয়া’ প্রকাশিত হত?
উঃ- বোম্বে (Bombay) থেকে।
১০. ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতুর নাম কী?
উঃ- ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতুর নাম হল মহাত্মা গান্ধী সেতু।
১১. তানসেনের প্রকৃত নাম কী?
উঃ- তানসেনের প্রকৃত নাম রামতনু পাণ্ডে।
১২. মেয়েরা ছেলেদের দিকে তাকালে কী খাড়া হয়ে যায়?
উঃ- মেয়েরা ছেলেদের দিকে তাকালে রোম খাড়া হয়ে যায়।