রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, চীনের লোকেরা ভারতবর্ষকে কী নামে ডাকে?

General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতির সময়ে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও অন্যান্য বিষয় পড়ার পাশাপাশি জেনারেল নলেজ (General Knowledge) বিষয়ও পড়তে হয়। এই বিষয়ে কম জ্ঞান থাকলে পরীক্ষায় মুখ থুবড়ে পড়তে…

Advertisements

General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতির সময়ে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও অন্যান্য বিষয় পড়ার পাশাপাশি জেনারেল নলেজ (General Knowledge) বিষয়ও পড়তে হয়। এই বিষয়ে কম জ্ঞান থাকলে পরীক্ষায় মুখ থুবড়ে পড়তে হয়। আজকের প্রতিবেদনে এই বিষয়কে কেন্দ্র করে কিছু প্রশ্ন ও উত্তর আলোচনা করা হল (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

১. এনসিসি (NCC)-এর প্রতিষ্ঠাতার নাম কী?
উঃ- এনসিসি (NCC)-এর প্রতিষ্ঠাতা হলেন পন্ডিত হৃদয়নাথ কুঞ্জুর।

Advertisements

২. কোন নদীর তীরে নাসিক রয়েছে?
উঃ- গোদাবরী নদীর তীরে নাসিক রয়েছে।

General Knowledge

৩. কোন রাজ্য ‘শ্বেত মানুষের কবর’ নামে পরিচিত?
উঃ- নাগাল্যান্ড ‘শ্বেত মানুষের কবর’ নামে পরিচিত।

৪. ভারতের সর্বোচ্চ সাহসী সম্মানের নাম কী?
উঃ- ভারতের সর্বোচ্চ সাহসী সম্মানের নাম হল পরমবীর চক্র।

৫. ভারতের কোন শহর সিটি অফ বিউটি নামে পরিচিত?
উঃ- পশ্চিমবঙ্গের কোচবিহার সিটি অফ বিউটি নামে পরিচিত।

৬. কোন ট্যাক্স সমাজে আয়বৈষম্য দূর করার ক্ষমতা রাখে?
উঃ- প্রগতিশীল কর সমাজে আয়বৈষম্য দূর করার ক্ষমতা রাখে।

৭. ভারতের কোন রাজ্যে সারিস্কা টাইগার রিজার্ভ রয়েছে?
উঃ- রাজস্থানে সারিস্কা টাইগার রিজার্ভ রয়েছে।

৮. তানসেনের প্রকৃত নাম কী?
উঃ- তানসেনের প্রকৃত নাম রামতনু পাণ্ডে।

৯. কোন জায়গা পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল?
উঃ- ভূমধ্যসাগর পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল।

General Knowledge

১০. কী হিমালয়ের হ্রদ নামে পরিচিত?
উঃ- রূপকুণ্ড হিমালয়ের হ্রদ নামে পরিচিত।

১১. কী পরিমাপ করতে ‘হুইটেস্টোন ব্রিজ’ ব্যবহার করা হয়?
উঃ- তড়িৎচালক বল পরিমাপ করার জন্য ‘হুইটেস্টোন ব্রিজ’ ব্যবহার করা হয়।

১২. চীনের লোকেরা ভারতবর্ষকে কী নামে ডাকে?
উত্তরঃ চীনের লোকেরা ভারতকে তিয়ানঝু নামে ডাকত। এই চীনা শব্দটির অর্থ হল হিন্দু, আবার স্বর্গও বলা হয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements