General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) সংক্রান্ত জ্ঞান জীবনে বিভিন্নভাবে কাজে লাগতে পারে। এই জ্ঞান কখনও চাকরি পরীক্ষা উতরে দিতে সাহায্য করে, আবার কখনও ছোটদের অদ্ভুত প্রশ্নের উত্তর জোগাতে সাহায্য করে। আজকের প্রতিবেদনে এই জেনারেল নলেজ বিষয়কে নিয়েই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. বৃহত্তম টাঁকশাল ভারতের কোথায় রয়েছে?
উঃ- বৃহত্তম টাঁকশাল কলকাতায় রয়েছে।
২. ভারতের লোকসভার প্রথম স্পিকারের নাম কী?
উঃ- ভারতের লোকসভার প্রথম স্পিকারের নাম হল জি ভি মাভালঙ্কর।
৩. একটি অভিযোজিত প্রাণীর নাম বলো।
উঃ- একটি অভিযোজিত প্রাণীর নাম হল বাদুড়।
৪. কোন খেলার সঙ্গে নেহেরু গোল্ড কাপ যুক্ত?
উঃ- হকি খেলার সঙ্গে নেহেরু গোল্ড কাপ যুক্ত।
৫. Phillumeny কী?
উঃ- ম্যাচবক্স জোগাড় করার শখ Phillumeny নামে পরিচিত।
৬. কোন সালে হরপ্পা আবিষ্কৃত হয়?
উঃ- হরপ্পা আবিষ্কৃত হয় ১৯২১ সালে।
৭. ভারতে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ- ভারতে প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল।
৮. ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম কী?
উঃ- ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম হল আর. কে. সানমুগাম চেট্টি।
৯. বৈদিক যুগে বাড়ি কী দিয়ে তৈরি করা হতো?
উঃ- বৈদিক যুগে বাড়ি পোড়া ইট দিয়ে তৈরি করা হতো।
১০. স্বাধীনতা পাওয়ার পরে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ- স্বাধীনতা পাওয়ার পরে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
১১. ভারতের প্রথম লোকপালের নাম কী?
উঃ- ভারতের প্রথম লোকপালের নাম হল পিনাকি চন্দ্র ঘোষ।
১২. শরীরের কোন অংশ থেকে ঘাম বেরোয় ন?
উঃ- মানুষের ঠোঁট থেকে ঘাম বেরোয় না। এর পিছনেও নির্দিষ্ট কারণ রয়েছে। আসলে ঠোঁটে মানুষের ঘর্মগ্রন্থি থাকে না, তাই ঘামও বেরোয় না।