General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতির সময়ে জেনারেল নলেজ না পড়ে কোনো উপায় নেই। পরীক্ষা ক্র্যাক করতে গেলে জেনারেল নলেজ বিষয়ে মস্তিষ্কে নানান তথ্য সংগ্রহ করে রাখতে হয়। বই, নেটদুনিয়া সবকিছুই ঘেঁটে রাখতে হয় জেনারেল নলেজ বিষয়ের অধীনে জ্ঞান বাড়ানোর জন্য। আজকের প্রতিবেদনে এই জেনারেল নলেজ বিষয়কে কেন্দ্র করে কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত?
উঃ- সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত।
২. চায়ে কোন অ্যাসিড থাকে?
উঃ- চায়ে ট্যানিক অ্যাসিড থাকে।
৩. বাংলার প্রাচীন নাম কী ছিল?
উঃ- বাংলার প্রাচীন নাম ছিল গৌড়।
৪. এলাহাবাদ প্রশস্তির রচয়িতার নাম কী?
উঃ- এলাহাবাদ প্রশস্তির রচয়িতার নাম হরিষেণ।
৫. আগ্রা ফোর্ট কে তৈরি করেছিলেন?
উঃ- আগ্রা ফোর্ট তৈরি করেছিলেন আকবর।
৬. কোন দেশ হাজার হ্রদের দেশ নামে পরিচিত?
উঃ- ফিনল্যান্ড হাজার হ্রদের দেশ নামে পরিচিত।
৭. চাণক্যের আসল নাম কী?
উঃ- চাণক্যের আসল নাম হল বিষ্ণু গুপ্ত (Vishnu Gupta)।
৮. নেগ্রিটো জনজাতি ভারতের কোথায় থাকে?
উঃ- নেগ্রিটো জাতি থাকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
৯. রাজস্থানের (Rajasthan) প্রধান নদীর নাম কী?
উঃ- রাজস্থানের (Rajasthan) প্রধান নদীর নাম হল লুনি।
১০. কলকাতায় প্রকাশিত প্রথম বাংলা সংবাদ পত্রিকার নাম কী?
উঃ- কলকাতায় প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা নাম হল সমাচার দর্পণ।
১১. কত সালে ভারতে শিল্পনীতি ঘোষিত হয়?
উঃ- ১৯৪৮ সালে ভারতে শিল্পনীতি ঘোষিত হয়।
১২. কোন জিনিস ছেলেদের মোটা হয় এবং মেয়েদের চিকন হয়?
উঃ- কণ্ঠস্বর ছেলেদের মোটা হয় এবং মেয়েদের চিকন হয়।