General Knowledge: বিষয় পরীক্ষার প্রস্তুতি হোক বা সামাজিক মর্যাদা বৃদ্ধি সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জেনারেল নলেজ (General Knowledge)। জেনারেল নলেজ বিষয়টি এমন একটি বিষয় যা আট থেকে আশি সবারই বন্ধু হতে পারে। জ্ঞান আহরণের কোনো নির্দিষ্ট বয়স নেই। তাই যে বয়সেই চারপাশের পরিবেশ নিয়ে মানুষ জানতে চাইবে, সেই বয়সেই তাঁর জন্য উপযুক্ত বয়স। আজকে এই বিশেষ প্রতিবেদনে জেনারেল নলেজ বিষয়কে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ) দেওয়া হল।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. ভারতের প্রথম ভাইসরয়ের নাম কী?
উঃ- ভারতের প্রথম ভাইসরয়ের নাম হল লর্ড ক্যানিং।
২. মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
উঃ- মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় ১৯৭৪ সালে।
৩. মানুষের শরীরের কোথায় গ্লাইকোজেন থাকে?
উঃ- মানুষের শরীরের লিভারে গ্লাইকোজেন থাকে।
৪. কোন হরমোন ভেসোপ্রেসিন নামে পরিচিত?
উঃ- এডিএইচ (ADH) ভেসোপ্রেসিন নামে পরিচিত।
৫. পাল বংশের সভাকবি কে ছিলেন?
উঃ- পাল বংশের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী।
৬. কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন?
উঃ- র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন।
৭. কার আমলে উডের ডেস্প্যাচ প্রকাশিত হয়েছিল?
উঃ- লর্ড ডালহৌসির আমলে উডের ডেস্প্যাচ প্রকাশিত হয়েছিল।
৮. বোলান নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার নাম কী?
উঃ- বোলান নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার নাম হল মেহেরগড় সভ্যতা।
৯. বাণিজ্য চক্রের মোট পর্যায় সংখ্যা কত?
উঃ- বাণিজ্য চক্রের মোট পর্যায় সংখ্যা হল চারটি।
১০. মনিকা বাত্রার নাম কোন খেলার সঙ্গে যুক্ত?
উঃ- মনিকা বাত্রার নাম টেনিস খেলার সঙ্গে যুক্ত।
১১. কে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা ছিলেন?
উঃ- সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা ছিলেন।
১২. কোন জিনিস মহিলা বা মেয়েরা হাত দিলে খাড়া হয়?
উঃ- শুয়ে থাকা কুকুর মহিলা বা মেয়েরা হাত দিলে খাড়া হয়।