রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, কোন জিনিস ফ্রিজে রাখার পরেও গরম থাকে? উত্তর দিতে পারলে আপনি লেজেন্ড

General Knowledge: ইন্টারভিউতে আজকাল মাঝে মধ্যে ট্রিকি প্রশ্ন করা হয়। আগে থেকে প্রস্তুতি না করে রাখার কারণে অনেকেই ইন্টারভিউতে বসে সমস্যায় পড়ে যান। তাই আগে থেকেই জেনারেল নলেজ সহ বিভিন্ন…

Advertisements

General Knowledge: ইন্টারভিউতে আজকাল মাঝে মধ্যে ট্রিকি প্রশ্ন করা হয়। আগে থেকে প্রস্তুতি না করে রাখার কারণে অনেকেই ইন্টারভিউতে বসে সমস্যায় পড়ে যান। তাই আগে থেকেই জেনারেল নলেজ সহ বিভিন্ন ট্রিকি প্রশ্নের উত্তর জেনে রাখা উচিত। আজকের প্রতিবেদনে এই ধরণের কিছু প্রশ্নোত্তর আলোচনা করা হল।

General Knowledge

Advertisements

১. ভারতে সর্বপ্রথম কোন সংবাদ পত্রিকা প্রকাশিত হয়েছিল?
উঃ- ভারতের সর্বপ্রথম প্রকাশিত ছিল হিকির বেঙ্গল গেজেট। এটা প্রকাশিত হয়েছিল ১৭৮০ সালে।

২. কোন নৃত্যের সঙ্গে জড়িয়ে রয়েছে সংযুক্তা পানীগ্রাহীর নাম?
উঃ- ওডিশি নাচের সঙ্গে জড়িয়ে রয়েছে সংযুক্তা পানীগ্রাহীর নাম।

৩. গুয়াহাটির পাশ দিয়ে বয়ে গেছে কোন নদী?
উঃ- গুয়াহাটির পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র।

৪. কেন এরিথ্রোসাইটে অবাত শ্বসনে ঘটে?
উঃ- মাইট্রোকন্ড্রিয়া না থাকার কারণে এরিথ্রোসাইটে অবাত শ্বসনে ঘটে।

৫. সৌরজগতের সবচেয়ে কাছে কোন নক্ষত্র রয়েছে?
উঃ- সৌরজগতের সবচেয়ে কাছে আছে প্রক্সিমা সেনটাওরী।

General Knowledge

৬. ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরা কোথায় যোগ দেন?
উঃ- তমলুকে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন।

৭. কোন জিনিসের মধ্যে সোডিয়ামকে সংরক্ষণ করা হয়?
উঃ- সোডিয়ামকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়।

৮. ভারতের কতগুলো রাজ্য নেপালের সঙ্গে যুক্ত রয়েছে?
উঃ- ভারতের ৫টি রাজ্য নেপালের সঙ্গে যুক্ত রয়েছে।

৯. কোন রাজার সভাকবি হিসাবে পরিচিত ছিলেন ধোয়ী?
উঃ- লক্ষণ সেনের সভাকবি হিসাবে পরিচিত ছিলেন ধোয়ী।

১০. ৪র্থ করোটি স্নায়ুর নাম বলো।
উঃ- ৪র্থ করোটি স্নায়ুর নাম হল ট্রকলিয়ার।

১১. পন্ডিচেরির গভর্নর হিসাবে ডুপ্লে কবে নিযুক্ত হন?
উঃ- ডুপ্লে ১৭৪২ সালে পন্ডিচেরির গভর্নর হিসাবে নিযুক্ত হন।

General Knowledge

১২. একটি জিনিস আছে, যেটি ফ্রিজে রাখার পরেও গরম থাকে। জিনিসটির নাম কী?
উঃ- এমন একটি জিনিস যেটি ফ্রিজে রাখার পরেও গরম থাকে সেটি হল গরম মশলা।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements