General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) বিষয়ের অধীনে একাধিক বিষয় থাকে। ভূগোল, ইতিহাস, বিজ্ঞান প্রায় সবই থাকতে দেখা যায়। এই বিষয়টি বেশ খুঁটিয়ে পড়তে হয়, তবেই পরীক্ষায় এগিয়ে থাকা যায়। চাকরিপ্রার্থীদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য এই প্রতিবেদনে জেনারেল নলেজ বিষয়ক বিশেষ কিছু প্রশ্নোত্তর তুলে ধরা হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. কোন খেলার সঙ্গে নেহেরু গোল্ড কাপ যুক্ত?
উঃ- হকি খেলার সঙ্গে নেহেরু গোল্ড কাপ যুক্ত।
২. বলিভিয়াতে পাওয়া ইবোলা ভাইরাসের অনুরূপ ভাইরাসের নাম কী?
উঃ- বলিভিয়াতে পাওয়া ইবোলা ভাইরাসের অনুরূপ ভাইরাসের নাম হল Chapare Virus।
৩. কোন কবি কাস্তে কবি নামে পরিচিত?
উঃ- দীনেশ দাস কাস্তে কবি নামে পরিচিত।
৪. কোন নদীর উপরে ভাকড়া নাঙ্গাল বাঁধ (Bhakr Nangal Dam) তৈরি করা হয়েছে?
উঃ- শতলুজ (Satluj) নদীর উপরে ভাকড়া নাঙ্গাল বাঁধ তৈরি করা হয়েছে।
৫. ভারতের দ্রুততম ট্রেনের নাম বলো।
উঃ- ভারতের দ্রুততম ট্রেনের নাম হল বন্দে ভারত।
৬. নিজস্ব হরফ কোন ভাষার নেই?
উঃ- কোঙ্কনী ভাষার নিজস্ব হরফ নেই।
৭. কোন নদীর উপরে শিবসমুদ্রম জলপ্রপাত রয়েছে?
উঃ- শিবসমুদ্রম জলপ্রপাত রয়েছে কাবেরী নদীর উপরে।
৮. ভারতের কোথায় ডাম্পা টাইগার রিজার্ভ রয়েছে?
উঃ- মিজোরামে ডাম্পা টাইগার রিজার্ভ রয়েছে।
৯. বৈদিক যুগের বাড়ি কী দিয়ে তৈরি করা হতো?
উঃ- বৈদিক যুগে বাড়ি পোড়া ইট দিয়ে তৈরি করা হতো।
১০. ভারতের কোথায় ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম রয়েছে?
উঃ- দিল্লিতে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম রয়েছে।
১১. মেহেরগড় সভ্যতা কোন যুগের অন্তর্গত?
উঃ- মেহেরগড় সভ্যতা নিওলিথিক তথা নব্য প্রস্তুর যুগের অন্তর্গত।
১২. কখন বৌদি ও মেয়েদের শসার প্রয়োজন হয়?
উঃ- যখন শসা খাবার মন হয়।