রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, বিমানে ত্যাগ করা মলমূত্র কোথায় গিয়ে পড়ে? উত্তর দিতে পারলে আপনি লেজেন্ড

General Knowledge: চাকরির পরীক্ষায় জেনারেল নলেজকে (General Knowledge) কেন্দ্র করে প্রশ্ন দেওয়া হয়ই। এই অবস্থায় জেনারেল নলেজ বিষয়ে যে চাকরিপ্রার্থী ফাঁকি দেয়, তাঁকে পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়তে হয়। এই…

Advertisements

General Knowledge: চাকরির পরীক্ষায় জেনারেল নলেজকে (General Knowledge) কেন্দ্র করে প্রশ্ন দেওয়া হয়ই। এই অবস্থায় জেনারেল নলেজ বিষয়ে যে চাকরিপ্রার্থী ফাঁকি দেয়, তাঁকে পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়তে হয়। এই সমস্যা থেকে বাঁচতে চাইলে উপায় একটাই, জেনারেল নলেজ বিষয়ে তথ্য সংগ্রহ করা। চাকরিপ্রার্থীদের সাহায্য করতে জন্যই এক প্রতিবেদনে বেশ কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

১. পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাস কোন দেশ তৈরি করেছিল?
উঃ- পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাস তৈরি করেছিল পাকিস্তান।

Advertisements

২. এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা কত?
উঃ- এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা ৪৮।

৩. কে এশিয়ার আলো নামে পরিচিত?
উঃ- গৌতম বুদ্ধ এশিয়ার আলো নামে পরিচিত।

৪. দেশের কোন রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়?
উঃ- উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়।

General Knowledge

৫. সূর্যমুখী কোন দেশের জাতীয় ফুল?
উঃ- সূর্যমুখী ইউক্রেনের জাতীয় ফুল।

৬. কোথায় বাংলার প্রথম মুদ্রণখানা তৈরি হয়েছিল?
উঃ- হুগলি জেলায় বাংলার প্রথম মুদ্রণখানা তৈরি হয়েছিল।

৭. চুম্বক লোহা ছাড়াও আর কোন ধাতুকে আকর্ষণ করতে পারে?
উঃ- চুম্বক লোহা ছাড়াও নিকেলকে আকর্ষণ করতে পারে।

৮. তানসেনের প্রকৃত নাম কী?
উঃ- তানসেনের প্রকৃত নাম রামতনু পাণ্ডে।

৯. মোপলা বিদ্রোহ কোন সালে হয়?
উঃ- মোপলা বিদ্রোহ ১৯২১ সালে হয়।

General Knowledge

১০. নর্মদা নদীর অপর নাম লেখো।
উঃ- নর্মদা নদীর অপর নাম হল রেওয়া।

১১. কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়?
উঃ- শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়।

১২. বিমানে ত্যাগ করা মলমূত্র কোথায় যায়?
উঃ- বিমানে কোনো যাত্রী মলমূত্র ত্যাগ করলে তা কোথাও পড়ে না। বিমানের মধ্যে ট্যাঙ্ক রয়েছে এবং বিমানের শৌচাগারে ফ্লাশ সিস্টেমের পরিবর্তে ভ্যাকুয়াম সিস্টেম ব্যবহৃত হয়। এই ব্যবস্থার মাধ্যমেই যাত্রীদের মলমূত্র সেই ট্যাঙ্কে গিয়ে জমা হয়। যা বিমান অবতরণ করলে সরিয়ে দেওয়া হয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements