জেনারেল নলেজ (General Knowledge) বিষয়টি চাকরির প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই তো চাকরিপ্রার্থীরা এই বিষয়ে যতটা সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। এই বিষয়ের অধীনে যত পড়া যায়, ততই কম। চাকরিপ্রার্থীদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতেই এই প্রতিবেদনে আনা হল জেনারেল নলেজ বিষয়ক কিছু প্রশ্নোত্তর (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. কোথায় দক্ষিণ-পশ্চিম রেলওয়ে জোনের হেড কোয়ার্টার আছে?
উঃ- হুবলীতে দক্ষিণ-পশ্চিম রেলওয়ে জোনের হেড কোয়ার্টার আছে।
২. প্যাসেঞ্জার সংখ্যার ভিত্তিতে ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের নাম কী?
উঃ- প্যাসেঞ্জার সংখ্যার ভিত্তিতে ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের নাম হল শিয়ালদহ।
৩. কী ভুটানের প্রবেশদ্বার নামে পরিচিত?
উঃ- বক্সাদুয়ার দুর্গ ভুটানের প্রবেশদ্বার নামে পরিচিত।
৪. মে দিবস সর্বপ্রথম ভারতের কোথায় পালন করা হয়?
উঃ- বোম্বেতে সর্বপ্রথম মে দিবস পালন করা হয়।
৫. কার্যের এসআই একক (SI Unit) কী?
উঃ- কার্যের এসআই একক হল জুল।
৬. কোন রাজ্যে মানস ন্যাশনাল পার্ক রয়েছে?
উঃ- আসামে মানস ন্যাশনাল পার্ক রয়েছে।
৭. কোন সালে হরপ্পা আবিষ্কৃত হয়?
উঃ- হরপ্পা আবিষ্কৃত হয় ১৯২১ সালে।
৮. অগ্নিপরীক্ষার লেখক কে ছিলেন?
উঃ- অগ্নিপরীক্ষার লেখক ছিলেন আচার্য তুলসী দাস।
৯. Phillumeny কী?
উঃ- ম্যাচবক্স জোগাড় করার শখ Phillumeny নামে পরিচিত।
১০. জলপাইয়ের শাখা কীসের প্রতীক হিসেবে পরিচিত?
উঃ- জলপাইয়ের শাখা শান্তির প্রতীক হিসেবে পরিচিত।
১১. উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনের নাম কী?
উঃ- উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনের নাম হল সাইটোকাইনিন।
১২. মেয়েদের চুল কোথায় কোঁকড়ানো হয়?
উঃ- আফ্রিকার মেয়েদের চুল কোঁকড়ানো হয়।