General Knowledge: চাকরির পরীক্ষায় জেনারেল নলেজকে (General Knowledge) কেন্দ্র করে প্রশ্ন দেওয়া হয়ই। এই অবস্থায় জেনারেল নলেজ বিষয়ে যে চাকরিপ্রার্থী ফাঁকি দেয়, তাঁকে পরীক্ষার হলে গিয়ে সমস্যায় পড়তে হয়। এই সমস্যা থেকে বাঁচতে চাইলে উপায় একটাই, জেনারেল নলেজ বিষয়ে তথ্য সংগ্রহ করা। চাকরিপ্রার্থীদের সাহায্য করার জন্যই এই প্রতিবেদনে বেশ কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. ভারতের কোথায় পুষ্পগিরি অভয়ারণ্য আছে?
উঃ- কর্ণাটকে পুষ্পগিরি অভয়ারণ্য আছে।
২. জীব বৈচিত্র আইন ভারতে কত সালে পাশ হয়?
উঃ- জীব বৈচিত্র আইন ভারতে ২০০২ সালে পাশ হয়।
৩. কাকে রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান বলা হয়?
উঃ- রাজ্যপালকে রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান বলা হয়।
৪. জাফরান ভারতের কোন এলাকায় চাষ হয়?
উঃ- জাফরান জম্মু-কাশ্মীরে চাষ হয়।
৫. “সব ইতিহাসই সমকালীন ইতিহাস”- এটা কে বলেছিলেন?
উঃ- “সব ইতিহাসই সমকালীন ইতিহাস” বলেছিলেন ক্লোচেন।
৬. ত্রিপুরার রাজধানীর নাম বলো।
উঃ- ত্রিপুরার রাজধানীর নাম হল আগরতলা।
৭. কে গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন?
উঃ- লক্ষণ সেন গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন।
৮. আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়?
উঃ- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ৩রা ডিসেম্বর তারিখে পালন করা হয়।
৯. কোন সংবিধান সংশোধনীর অধীনে সিকিম নতুন রাজ্য হয়েছিল?
উঃ- ৩৬তম সংবিধান সংশোধনীর অধীনে সিকিম নতুন রাজ্য হয়েছিল।
১০. ভারতের ফার্স্ট সিটিজেন কে?
উঃ- ভারতের ফার্স্ট সিটিজেন হলেন দেশের রাষ্ট্রপতি।
১১. কোন জায়গা পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল?
উঃ- ভূমধ্যসাগর হল পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল।
১২. দেশের কোথায় ভারতের শেষ রাস্তা রয়েছে?
উঃ- ভারতের শেষ রাস্তা রয়েছে ধনুষকোদিতে (Dhanushkodi)। এটি তামিলনাড়ুর রাজ্যের রামেশ্বরমের পাশেই অবস্থিত। এর থেকে মাত্র ৩১ কিমি দূরে রয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka)।