General Knowledge: চাকরির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেনারেল নলেজ (General Knowledge)। এই বিষয় ভালো করে পড়লে চাকরির পরীক্ষায় বসলে সমস্যায় পড়তে হয় না। আজকের প্রতিবেদনে এই জেনারেল নলেজ কেন্দ্রীক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. কোন নদীর তীরে নাসিক রয়েছে?
উঃ- গোদাবরী নদীর তীরে নাসিক রয়েছে।
২. একটি অভিযোজিত প্রাণীর নাম বলো।
উঃ- একটি অভিযোজিত প্রাণীর নাম হল বাদুড়।
৩. ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির নাম কী?
উঃ- ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির নাম হল দ্রৌপদী মুর্মু।
৪. কে বাংলার বাঘ নামে পরিচিত?
উঃ- আশুতোষ মুখোপাধ্যায় ‘বাংলার বাঘ’ নামে পরিচিত।
৫. কোন বিষয়ে মেঘনাদ পুরস্কার দেওয়া হয়?
উঃ- বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে মেঘনাদ পুরস্কার দেওয়া হয়।
৬. কোন নদীর উপরে ভাকড়া নাঙ্গাল বাঁধ (Bhakr Nangal Dam) তৈরি করা হয়েছে?
উঃ- শতলুজ (Satluj) নদীর উপরে ভাকড়া নাঙ্গাল বাঁধ তৈরি করা হয়েছে।
৭. ভারতের কোথায় ডাম্পা টাইগার রিজার্ভ রয়েছে?
উঃ- মিজোরামে ডাম্পা টাইগার রিজার্ভ রয়েছে।
৮. মেহেরগড় সভ্যতা কোন যুগের অন্তর্গত?
উঃ- মেহেরগড় সভ্যতা নিওলিথিক তথা নব্য প্রস্তুর যুগের অন্তর্গত।
৯. ‘ভুবন সোম’ সিনেমার পরিচালকের নাম কী?
উঃ- ‘ভুবন সোম’ সিনেমার পরিচালকের নাম হল মৃণাল সেন।
১০. ভারতের ফার্স্ট সিটিজেন কে?
উঃ- ভারতের ফার্স্ট সিটিজেন হলেন দেশের রাষ্ট্রপতি।
১২. ভারতের সবচেয়ে প্রাচীন দুর্গা পুজা কোথায় হয়?
উঃ- ভারতের সবচেয়ে প্রাচীন দুর্গাপুজো হয় পুরুলিয়া জেলায়। মূল শহর থেকে ২৭ কিমি দূরে কংসবতী নদীর তীরে ভারতের সবচেয়ে প্রাচীন দুর্গাপুজো হয়। এলাকার নাম দেউলঘাটা। জঙ্গলে ঘেরা এই এলাকায় মাঝে রয়েছে ২০০০ বছর বয়স বিশিষ্ট এক দুর্গামন্দির। এককথায়, এই পোড়া দুর্গামন্দির প্রায় ২০০০ বছরের পুরনো। এই প্রাচীন মন্দিরটি তৈরি হয়েছিল পাল বংশের আমলে।