রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, বিশ্বের সবচেয়ে দামি রক্ত কোন প্রাণীর? 99% মানুষ জানেন না সঠিক উত্তর

General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল জেনারেল নলেজ (General Knowledge)। এই বিষয় না পড়লে বহু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না পরীক্ষায়। এর ফলে বেশ অনেকটা নম্বর…

Advertisements

General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল জেনারেল নলেজ (General Knowledge)। এই বিষয় না পড়লে বহু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না পরীক্ষায়। এর ফলে বেশ অনেকটা নম্বর বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। চাকরিপ্রার্থীদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য এই প্রতিবেদনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

১. কোন প্রণালীর উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে?
উঃ- বেরিং প্রণালীর উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে।

Advertisements

২. কে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন?
উঃ- মতিলাল নেহেরু।

General Knowledge

৩. কোন রাজ্যের সঙ্গে কথাকলি নৃত্য যুক্ত?
উঃ- কেরালার সঙ্গে কথাকলি নৃত্য যুক্ত।

৪. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কী?
উঃ- পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম হল চক্রবর্তী রাজা গোপালাচারী।

৫. ভারতের কোথায় বন্দীপুর জাতীয় উদ্যান আছে?
উঃ- কর্ণাটকে বন্দীপুর জাতীয় উদ্যান আছে।

৬. পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
উঃ- পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম হল সমাচার দর্পণ।

৭. কোল গ্যাসের মিশ্রণে কী কী ব্যবহৃত হয়?
উঃ- Ch4 এবং CO কোল গ্যাসের মিশ্রণে ব্যবহৃত হয়।

৮. কলকাতার ‘কলকাতা’ নামকরণ কে করেছিলেন?
উঃ- জব চার্ণক কলকাতার ‘কলকাতা’ নাম রেখে ছিলেন।

৯. ভারতের কোন রাজ্যে থোরিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায়?
উঃ- কেরালায় থোরিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায়।

১০. দেশের প্রথম পাটকল পশ্চিমবঙ্গের কোথায় তৈরি হয়েছিল?
উঃ- দেশের প্রথম পাটকল তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের রিষড়ায়।

১১. ভারতের কোথায় রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আছে?
উঃ- হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আছে।

General Knowledge

১২. বিশ্বের সবচেয়ে দামি রক্ত কোন প্রাণীর?
উত্তরঃ হর্সশু কাঁকড়ার রক্তের দাম সবচাইতে বেশি। এই রক্ত নীল রঙের এবং নানান রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements