রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, কোন প্রাণীর বমি কোটি টাকায় বিক্রি হয়? উত্তর দিতে পারলে আপনি লেজেন্ড

General Knowledge: জেনারেল নলেজ বিষয়ে জ্ঞান থাকলে মানুষের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়। কোনো ব্যক্তি চাকরিপ্রার্থী না হলেও বাচ্চাদের কাছে উত্তর দেওয়ার সময়ে জেনারেল নলেজ কাজে লাগতে পারে। নিম্নে জেনারেল নলেজ…

Advertisements

General Knowledge: জেনারেল নলেজ বিষয়ে জ্ঞান থাকলে মানুষের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়। কোনো ব্যক্তি চাকরিপ্রার্থী না হলেও বাচ্চাদের কাছে উত্তর দেওয়ার সময়ে জেনারেল নলেজ কাজে লাগতে পারে। নিম্নে জেনারেল নলেজ সংক্রান্ত একটি প্রশ্ন হাজির করা হল। দেখুন উত্তর দিতে পারেন কিনা।

General Knowledge

Advertisements

এই প্রতিবেদনে আপনাদের জন্য এক অদ্ভুত প্রশ্ন হাজির করা হয়েছে। প্রশ্নটি হল “কোন প্রাণীর বমি বাজারে কোটি টাকায় বিক্রি হয়?” প্রশ্ন শুনে আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। ভাবছেন হয়তো, বমি আবার বিক্রি হয় নাকি? তাও আবার কোটি টাকায়। কিন্তু এটাই সত্যি! এই পৃথিবীতে এমন একটি প্রাণী আছে, যার বমি বিক্রি হয়। প্রানীটির নাম জানেন?

General Knowledge

এই অদ্ভুত ঘটনার সঙ্গে যুক্ত প্রাণীর নাম হল তিমি। এই প্রাণীর বমি প্রায় কোটি টাকায় বাজারে বিক্রি হয়। কিন্তু কেন? এর কারণ কী? আসলে তিমি মাছের বমিতে একটি বিশেষ জিনিস রয়েছে। সেই জিনিসটির দাম প্রায় কোটি টাকার মতো।

General Knowledge

তিমি মাছের বমি ‘অ্যাম্বারগ্রিস’ নামে পরিচিত। এটি তৈরি হতে প্রায় বছরখানেক লেগে যায়। তিমি স্কুইড খাদ্যরূপে গ্রহণ করে। এর সংখ্যা কয়েক হাজার হতে পারে। এই স্কুইড তিমির পাকস্থলী ও অন্ত্রের মাঝে জমা হলে দীর্ঘদিন পরে তা অ্যাম্বারগ্রিস হয়ে যায়। এই অ্যাম্বারগ্রিস তিমি মুখ দিয়ে বের করে দেয় বলে, এটিকে তিমির বমি বলা হয়। মোমের মতো পিচ্ছিল বৈশিষ্ট্য বিশিষ্ট অ্যাম্বারগ্রিস দুর্গন্ধময় হয়। সমুদ্র তীরে চলে এলে তা ধীরে ধীরে কঠিন অবস্থা ধারণ করে। শক্ত হয়ে গেলেই এটা থেকে দারুণ গন্ধ বেরোয়। এই অ্যাম্বারগ্রিস থেকে প্রস্তুত সুগন্ধীর ব্যাপক চাহিদা রয়েছে দেশজুড়ে। এটি ওষুধ তৈরি করার কাজেও ব্যবহার করা হয়।

General Knowledge

অ্যাম্বারগ্রিসকে অনেকে ভাসমান সোনাও বলেন। ভারতে যদিও অ্যাম্বারগ্রিস কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই দেশে অ্যাম্বারগ্রিসের কেনাবেচার ঘটনাকে আইনি অপরাধ হিসেবে গণ্য করা হয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements