General Knowledge: জেনারেল নলেজ সংক্রান্ত প্রশ্নোত্তর পড়লে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়। এই প্রকৃতির প্রশ্ন ও উত্তরগুলো বেশ আকর্ষণীয় প্রকৃতির হয়। বিভিন্ন বয়স অনুযায়ী জেনারেল নলেজের বই পাওয়া যায়। যেমন ছোটদের জেনারেল নলেজ বই আছে, তেমনই আছে বড়োদেরও। প্রাপ্ত বয়স্কদের অনেকেই চাকরির পরীক্ষাতে বসেন। মস্তিষ্ক জেনারেল নলেজে সমৃদ্ধ হলে পরীক্ষা বা ইন্টারভিউয়ের সময়েও অসুবিধা হয় না। আজকের প্রতিবেদনে এমনই কিছু প্রশ্নোত্তর শেয়ার করা হল।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. পশ্চিমবঙ্গে অবস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম করো।
উঃ- পশ্চিমবঙ্গে অবস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল বিশ্ব ভারতী।
২. পশ্চিমবঙ্গের ১টাকার ডাক্তারের নাম কী? তিনি পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার।
উঃ- পশ্চিমবঙ্গের ১টাকার ডাক্তার হলেন সুশোভন বন্দ্যোপাধ্যায় (Sushovan Bandopadhyay)।
৩. ভারতের কোন শহর মন্দিরের নগর নামে পরিচিত?
উঃ- বারাণসী ভারতে মন্দিরের নগর নামে পরিচিত।
৪. পশ্চিমবঙ্গের কোথায় সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশন রয়েছে? এটি এই রাজ্যের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশনও।
উঃ- পশ্চিমবঙ্গে অবস্থিত শিলিগুড়ি টাউন স্টেশন এই রাজ্যের প্রথম ও ভারোতের তৃতীয় সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশনের তকমা পেয়েছেন।
৫. ভারতের কোন রাজ্য মৌসুমী রাজ্য নামে পরিচিত?
উঃ- পশ্চিমবঙ্গ ভারতের মৌসুমী রাজ্য নামে পরিচিত।
৬. ভারতের কোন শহর এশিয়ার রোম নামে পরিচিত?
উঃ- দিল্লি এশিয়ার রোম নামে পরিচিতি লাভ করেছে।
৭. ভারতের কোন শহর উদ্যান নগরী নামে পরিচিত?
উঃ- ব্যাঙ্গালুরু ভারতের উদ্যান নগরী নামে পরিচিত।
৮. পশ্চিমবঙ্গের কোন শহর বাংলার অক্সফোর্ড নামে পরিচিত?
উঃ- নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়।
৯. পশ্চিমবঙ্গের কোন গ্রাম ‘গ্রামরত্ন’ নামে পরিচিত?
উঃ- পশ্চিমবঙ্গে অবস্থিত নদীয়া জেলার ফুলিয়া গ্রামটি ‘গ্রামরত্ন’ নামে পরিচিত।
১০. নীল পর্বতের প্রকৃত নাম কী?
উঃ- নীলগিরি পর্বত নীল পর্বত নামে পরিচিত।
১১. হাওড়া কালকা মেলের বর্তমান নাম কী?
উঃ- হাওড়া কালকা মেলের বর্তমান নাম হল নেতাজী এক্সপ্রেস।
১২. রাজ্যের কোন জেলা খরার জেলা নামে পরিচিত?
উঃ- পশ্চিমবঙ্গে অবস্থিত পুরুলিয়া জেলা খরার জেলা নামে পরিচিত।
১৩. সবজি উৎপাদনের নিরিখে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত?
উঃ-
সবজি উৎপাদনের নিরিখে ভারতে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। প্রথম রাজ্যের নাম হল উত্তরপ্রদেশ।
১৪. রাজ্যের কোন হসপিটালে পূর্বে বিদেশী ছাড়া কোনো দেশীয় মানুষের চিকিৎসা হতো না?
উঃ- পিজি হাসপাতালে ১৭০৭-১৭৭০ সময় সীমায় শুধুমাত্র বিদেশী রোগীদেরই চিকিৎসা করা হতো। প্রথম ভারতীয় হিসাবে ১৮৭৩ সালে মাইকেল মধুসূদন দত্ত ভর্তি হন এবং ১৯৫৪ সালে এর নাম পরিবর্তিত হয়ে এসএসকেএম (SSKM) তথা শেঠ সুখলাল কর্ণনী মেমোরিয়াল হয়ে যায়।
১৫. পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলার নাম কী?
উঃ- পূর্ব মেদিনীপুর হল পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা। ২০১১ সালে আয়োজিত আদমশুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলার নাম হল পূর্ব মেদিনীপুর। এই রাজ্যের শিক্ষার হার ৮৭.৬৬%। কলকাতা এই দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ২০১১ সালের জনগণনা প্রদর্শিত তথ্যানুযায়ী কলকাতার শিক্ষার হার ৮৭.১৪%।