General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতির সময়ে নানান রকমের বিষয়ে মনোযোগ দিতে হয়, জ্ঞান বৃদ্ধি করতে হয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল জেনারেল নলেজ। এই বিষয় সংক্রান্ত প্রশ্ন পরীক্ষার খাতায় বা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে। তখন হতভম্ভ হয়ে বসে থাকার চেয়ে জেনারেল নলেজ সংক্রান্ত প্রশ্নোত্তর ঘেঁটে তথ্য সংগ্রহ করে জ্ঞান সমৃদ্ধ করলে আরও বেশি ভালো হবে। নিম্নে এই ধরণেরই কিছু প্রশ্নোত্তর আলোচনা করা হল।
১. ভারতীয় সংবিধানের জনক (Father of Indian Constitution) কে?
উঃ- ডাঃ বি. আর. আম্বেদকর (B. R. Ambedkar)।
২. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার খসড়া (draft of Preamble of the Indian Constitution) কে রচনা করেছিলেন ?
উঃ- জওহরলাল নেহেরু (Jawaharlal Nehru)।
৩. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কত সালে ও কবে গৃহীত হয়?
উঃ- ২৬শে নভেম্বর, ১৯৪৯ সাল।
৪. কোন কোন দেশের সংবিধান নেই?
উঃ- কানাডা, ইজরায়েল, নিউজিল্যান্ড, সৌদি আরব।
৫. কোনটা প্রাচীনতম লিখিত সংবিধান?
উঃ- দাবি করা হয়, সান মারিনোর (San Marino) সংবিধান প্রাচীনতম লিখিত সংবিধান। তবে সর্বপ্রথম লিখিত সংহিতাবদ্ধ সংবিধান (oldest codified constitution) হল আমেরিকার সংবিধান।
৭. কে ভারতের শিক্ষার জনক হিসাবে পরিচিত?
উঃ- লর্ড মেকলে (Lord Thomas Babington Macaulay)।
৮. ভারতীয় রেলের জনকের (Father of Indian Railways) নাম কী?
উঃ- লর্ড ডালহৌসি (Lord Dalhousie)।
৯. কে ভারতীয় দণ্ডবিধির (IPC) জনক হিসাবে পরিচিত?
উঃ- লর্ড মেকলে (Thomas Babington Macaulay)।
১০. কাকে ভারতের আমলাতন্ত্রের জনক (Father of Indian Civil Service) বলা হয়?
উঃ- চার্লস কর্ণওয়ালিস (Charles Cornwallis)।
১১. কাকে ভারতের নবজাগরণের জনক বলা হয়?
উঃ- রাজা রামমোহন রায় (Raja Rammohan Roy)।
১২. কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়?
উঃ- পিঙ্গালী ভেঙ্কাইয়া (Pingali Venkayya)।
১৩. কে ভারতের টেলিভিশনের জনক (Father of Indian Television) নামে পরিচিত?
উঃ- সুভাষচন্দ্র গোয়েঙ্কা (Subhas Chandr Goyenka)।
১৪. ভারতের মিসাইল প্রোগ্রামের জনক কে?
উঃ- ডাঃ এ. পি. জে. আব্দুল কালাম (Dr A.P.J. Abdul Kalam)।
১৫. মানবদেহের কোন অঙ্গ রাত হলে বড় হয়ে যায়?
উঃ- চোখের মণি।