রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, মেয়েদের শরীরের কোন অংশে হাড় নেই, কিন্তু প্রয়োজনে খাড়া হয়ে যায়?

General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতিতে চাকরিপ্রার্থীদের দিনরাত এক করে পড়াশোনা করতে হয়। কোনো একটা বিষয়ও বাদ দেওয়া যায় না। কেউ যদি কোনো কারণবশত একটা বিষয়ের প্রস্তুতি না নেয়, সেটার ফল…

Advertisements

General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতিতে চাকরিপ্রার্থীদের দিনরাত এক করে পড়াশোনা করতে হয়। কোনো একটা বিষয়ও বাদ দেওয়া যায় না। কেউ যদি কোনো কারণবশত একটা বিষয়ের প্রস্তুতি না নেয়, সেটার ফল পরীক্ষার হলে গিয়ে ভুগতে হয়। চাকরিপ্রার্থীদের এই সফরে সাহায্য করার জন্য আজকের প্রতিবেদনে দেওয়া হল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

১. Enigmatic-এর Antonym শব্দটি বলো।
উঃ- Enigmatic-এর Antonym শব্দটি হল Straightforwardly।

Advertisements

২. জলপাইয়ের শাখা কীসের প্রতীক হিসেবে পরিচিত?
উঃ- জলপাইয়ের শাখা শান্তির প্রতীক হিসেবে পরিচিত।

General Knowledge

৩. কোথায় WCO-এর হেড কোয়ার্টার আছে?
উঃ- বেলজিয়ামে WCO-এর হেড কোয়ার্টার আছে।

৪. নিজস্ব হরফ কোন ভাষার নেই?
উঃ- কোঙ্কনী ভাষার নিজস্ব হরফ নেই।

৫. কোন তেলে সোডিয়াম সংরক্ষণ করা সম্ভব?
উঃ- কেরোসিনে সোডিয়াম সংরক্ষণ করা সম্ভব।

৬. মেহেরগড় সভ্যতা কোন যুগের অন্তর্গত?
উঃ- মেহেরগড় সভ্যতা নিওলিথিক তথা নব্য প্রস্তুর যুগের অন্তর্গত।

৭. কীসে গতিবেগ পরিমাপ করার জন্য ম্যাক নম্বর ব্যবহার করা হয়?
উঃ- এয়ারক্র্যাফটে গতিবেগ পরিমাপ করার জন্য ম্যাক নম্বর ব্যবহার করা হয়।

৮. বাংলার কোন এলাকা মাটির পুতুলের জন্য বিখ্যাত?
উঃ- কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত।

৯. ভারতের কোন রাজ্যে ‘তামাশা’ লোকনৃত্য দেখা যায়?
উঃ- মহারাষ্ট্রে ‘তামাশা’ লোকনৃত্য দেখা যায়।

General Knowledge

১০. হাইকোর্ট কাজ করে কার অধীনে?
উঃ- হাইকোর্ট কাজ করে সুপ্রিমকোর্টের অধীনে।

১১. ভারতের কোন রাজ্যে হাম্পি শহরের ধ্বংসাবশেষ রয়েছে?
উঃ- কর্ণাটকে হাম্পি শহরের ধ্বংসাবশেষ রয়েছে।

১২. বলুন তো, মেয়েদের শরীরের কোন অংশে হাড় নেই, কিন্তু প্রয়োজনে খাড়া হয়ে যায়?
উঃ- এর সঠিক উত্তর হল কান (আসলে এমন প্রশ্ন মানুষের মনে বিভ্রান্ত তৈরির জন্য করা হয়)।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements