রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, মেয়েদের কোন অঙ্গ ‘পকপক’ করতে থাকে? উত্তর দিতে পারলে আপনি লেজেন্ড

General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) চাকরির প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়টিকে ভাল করে পড়লে চাকরির পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে গেলে অসুবিধায় পড়তে হয় না। আজকের প্রতিবেদনে…

Advertisements

General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) চাকরির প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়টিকে ভাল করে পড়লে চাকরির পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে গেলে অসুবিধায় পড়তে হয় না। আজকের প্রতিবেদনে এই জেনারেল নলেজকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন ও উত্তর তুলে ধরা হল (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

General Knowledge

Advertisements

১. ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেলের নাম কী?
উঃ- ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেলের নাম হল এম. সি. সীতালভড।

২. ভারতের প্রথম নৌ প্রধানের নাম কী?
উঃ- ভারতের প্রথম নৌ প্রধানের নাম হল আর. ডি. কাটারি।

৩. ভারতের প্রথম চিফ ইনফরমেশন কমিশনারের নাম কী?
উঃ- ভারতের প্রথম চিফ ইনফরমেশন কমিশনারের নাম হল ওয়াজাহাট হাবিউল্লাহ।

৪. ভারতে কোন বছর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়?
উঃ- ভারতে ২০১০ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়।

৫. ভারতের প্রথম বিদেশমন্ত্রীর নাম কী?
উঃ- ভারতের প্রথম বিদেশমন্ত্রীর নাম হল জওহরলাল নেহেরু।

৬. উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনের নাম কী?
উঃ- উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনের নাম হল সাইটোকাইনিন।

৭. ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম কী?
উঃ- ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম হল সুকুমার সেন।

General Knowledge

৮. কোন দেশের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার?
উঃ- ভারতের প্রতীক হল রয়েল বেঙ্গল টাইগার।

৯. ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উঃ- ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হল ডাঃ রাজেন্দ্র প্রাসাদ।

১০. ব্যারোমিটার কোন কাজে ব্যবহৃত হয়?
উঃ- ব্যারোমিটার বায়ুর চাপ মাপার কাজে ব্যবহৃত হয়।

১১. ভারতের প্রথম রেলমন্ত্রীর নাম কী?
উঃ- ভারতের প্রথম রেলমন্ত্রীর নাম জন মাথাই।

১২. বলুন তো, মেয়েদের কোন অঙ্গ ‘পকপক’ করতে থাকে?
উঃ- মুখ।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements