General Knowledge: রেলওয়ে ট্র্যাকে চোখ রাখলেই ধাতুর পাত, কংক্রিটের প্লেট অর্থাৎ স্নিপার এবং পাথর দেখতে পাওয়া যায়। কখনও কী মনে প্রশ্ন জেগেছে? যে রেলওয়ে ট্র্যাকে পাথর থাকে কেন? উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, এসে গেছেন একদম ঠিক জায়গায়। আপনার এই প্রশ্নের উত্তর প্রতিবেদনে দেওয়া হল।
(General Knowledge) রেলওয়ে ট্র্যাকে যে পাথর দেখা যায়, সেগুলোর নাম কী?
রেলওয়ে সাধারণত যে পাথর দেখতে পাওয়া যায়, সেগুলো হল ব্যালাস্ট পাথর। ব্যবহৃত এই পাথরের আকৃতি একটু এবড়োখেবড়ো ধরণের হয়। এর পিছনেও নির্দিষ্ট কারণ রয়েছে।
রেলওয়ে ট্র্যাকের ব্যালাস্ট ধারালো ও এবড়োখেবড়ো হয় কেন?
রেলওয়ে ট্র্যাকের পাথর ধারালো ও এবড়োখেবড়ো রাখা হয়। কারণ, এগুলো গোল ও মসৃণ করলে একে অপরের থেকে পিছলে যেত বা ছিটকে যেত। এবড়োখেবড়ো আকারের কারণে এগুলো একে অপরের সঙ্গে আটকে গিয়ে ট্র্যাক থেকে সরে যায় না। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়।
(General Knowledge) ট্র্যাকে পাথর বিছিয়ে রাখার কারণ কী?
রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে যাওয়া এক একটা ট্রেনের ওজন ১০ লক্ষ কেজি হতে পারে। শুধুমাত্র ধাতুর ট্র্যাক ট্রেনের এই বিপুল ওজন সহ্য করতে পারে না। ট্রেন এই ওজন ভাগ করে নেওয়ার জন্য রেলওয়ে ট্র্যাকে পাথরের টুকরো ও কংক্রিটের স্নিপার রাখা হয়। পাথরের উপস্থিতিতেই কংক্রিটের স্নিপারগুলো এক জায়গায় থাকতে পারে এবং সরে যায় না। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়।
১. ট্র্যাক ছড়িয়ে পড়তে বাধা দেয়: ট্র্যাকের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় ট্র্যাকে তীব্র কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনের জেরে রেললাইন উত্তপ্ত হয় ও প্রসারিত হয়। এর পরে রেললাইন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রেললাইনের কম্পন কমিয়ে দিতে পারলেই আর রেললাইনের প্রসারণ ঘটবে না ও রেলওয়ে ট্র্যাক ছড়িয়ে যাবে না। এই কারণেই ট্র্যাকে পাথর রাখা হয়।
২. ট্র্যাকে জল জমতে দেয় না: ট্র্যাকে পাথর থাকার কারণে জল জমতে পারে না। যত বেশিই বৃষ্টি হোক না কেন, জল বয়ে নেমে যায়। পাথর বয়ে ট্র্যাকের জল মাটিতে চলে যায়, ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয় না।
৩. গাছপালা বেড়ে উঠতে দেয় না: রেললাইনে পাথর থাকার ফলে সহজে গাছপালা বেড়ে উঠতে পারে না। ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। কারণ, গাছপালা জন্মালে ট্রেন চালাতে অসুবিধা হতে পারে ট্রেন চালকদের।