General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) সংক্রান্ত জ্ঞান জীবনে বিভিন্নভাবে কাজে লাগতে পারে। এই জ্ঞান কখনও চাকরি পরীক্ষা উতরে দিতে সাহায্য করে, আবার কখনও ছোটদের অদ্ভুত প্রশ্নের উত্তর জোগাতে সাহায্য করে। আজকের প্রতিবেদনে এই জেনারেল নলেজ বিষয়কে নিয়েই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. চাঁদের মাটিতে পাওয়া একটি এলিমেন্টের নাম বলো।
উঃ- চাঁদের মাটিতে পাওয়া একটি এলিমেন্টের নাম হল টাইটেনিয়াম (Ti)।
২. কোন রাজ্য দেশে সর্বাধিক গম উৎপাদন করে?
উঃ- উত্তরপ্রদেশ দেশে সর্বাধিক গম উৎপাদন করে।
৩. কার্যের এসআই একক (SI Unit) কী?
উঃ- কার্যের এসআই একক হল জুল।
৪. H20-এর আণবিক ভর কত?
উঃ- H20-এর আণবিক ভর ১৮।
৫. ভারতের কোথায় দচিগাম স্যাংচুয়ারি আছে?
উঃ- জম্মু ও কাশ্মীরে দচিগাম স্যাংচুয়ারি আছে।
৬. বৃহত্তম টাঁকশাল ভারতের কোথায় রয়েছে?
উঃ- বৃহত্তম টাঁকশাল কলকাতায় রয়েছে।
৭. মস্তিষ্কের কোন অংশের সঙ্গে থ্যালামাস যুক্ত থাকে?
উঃ- অগ্র মস্তিষ্কের সঙ্গে থ্যালামাস যুক্ত থাকে।
৮. মালাই শব্দটির বাংলা অর্থ কী?
উঃ- মালাই শব্দটির বাংলা অর্থ হল পাহাড়।
৯. কে লাখবক্স নামে পরিচিত ছিলেন?
উঃ- কুতুবদ্দিন আইবক লাখবক্স নামে পরিচিত ছিলেন।
১০. জীব বৈচিত্র আইন ভারতে কত সালে পাশ হয়?
উঃ- জীব বৈচিত্র আইন ভারতে ২০০২ সালে পাশ হয়।
১১. ‘ক্রোমোজোম’ শব্দটির প্রবর্তনকারীর নাম কী?
উঃ- ওয়ালডেয়ার সর্বপ্রথম ‘ক্রোমোজোম’ শব্দটি প্রবর্তন করেন।
১২. কুকুর কেন ল্যাম্প পোস্টে বা গাড়ির চাকায় প্রস্রাব করে?
উঃ- কুকুর মূলত এমনটা করার মাধ্যমে নিজের এলাকা চিহ্নিত করে রাখে। আসলে কুকুরের ঘ্রাণশক্তি খুব বেশি, তাই ল্যাম্প পোস্ট বা টায়ার শুঁকে নিজের এলাকা সহজে চিনে ফেলতে পারে। আবার কুকুররা নিচু বা সমতল স্থানে প্রস্রাব করার পরিবর্তে অপেক্ষাকৃত উঁচু জায়গায় প্রস্রাব করতে ভালোবাসে, তাই তাঁরা টায়ার বা ল্যাম্পপোস্ট বেছে নেয়। এদিকে বাইরের এলাকার কোনো গাড়ি এলেই এরা গাড়ি তাড়া করতে শুরু করে। ঘ্রাণশক্তি ভালো হওয়ায় এরা অন্য এলাকার কুকুরের প্রস্রাবের গন্ধ শুঁকে নিতে সক্ষম। এই অবস্থায় তারা ভেবে থাকে তাদের এলাকায় বাইরের এলাকার কোনো কুকুর এসেছে, আর তাই তাঁরা তাড়া করতে শুরু করে।