রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: ছেলেরা ক্লান্ত হয়ে পড়লেও মেয়েরা আরও চায়! বলুন তো, কী?

General Knowledge: বর্তমানে অবসর সময় কাটানোর এক গুরুত্বপূর্ণ মাধ্যম হল ধাঁধা (Riddle)। এই ধাঁধার সহায়তায় খুব সহজে সময় অতিবাহিত হয়। নানান রকমের ধাঁধা পাওয়া যায় নেটজগতে। কিছু ধাঁধা যেখানে কপালে…

Advertisements

General Knowledge: বর্তমানে অবসর সময় কাটানোর এক গুরুত্বপূর্ণ মাধ্যম হল ধাঁধা (Riddle)। এই ধাঁধার সহায়তায় খুব সহজে সময় অতিবাহিত হয়। নানান রকমের ধাঁধা পাওয়া যায় নেটজগতে। কিছু ধাঁধা যেখানে কপালে ভাঁজ সৃষ্টি করে, সেখানে কিছু ধাঁধা আবার মজাদার হয়। আজকের প্রতিবেদনে এইরকমই কিছু মজাদার ধাঁধা শেয়ার করা হল। দেখুন আপনি এর মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন।

১. বৃষ্টি নামল, কিন্তু কেউ ভিজল না। কেন?
উঃ- বৃষ্টি একটি মেয়ের নাম হওয়ায়, বৃষ্টি নামার পরেও কেউ ভিজল না।

Advertisements

General Knowledge

২. ছেলেরা মেয়েদের কোন জিনিসটা সব থেকে বেশি ব্যবহার করে?
উঃ- ছেলেরা মেয়েদের যে জিনিসটি সবচেয়ে বেশি ব্যবহার করে, সেটি হল মেয়েদের নাম। আসলে এটা সবাই ব্যবহার করে।

৩. একটা কাজ আছে, যেটা ছেলেরা করতে গেলে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু, মেয়েরা আরও বেশি করে চেয়ে থাকে। সেই কাজটি কী?
উঃ- যে কাজটা ছেলেরা করতে গেলে ক্লান্ত হয়ে পড়লেও মেয়েরা আরও বেশি করে চেয়ে থাকে, সেটি হল শপিং অর্থাৎ কেনাকাটা করা।

General Knowledge

৪. রাতে যাওয়া-আসা করে। মানুষও খায় গরুও খায়?
উঃ- মশা। এই মশাই রাতে যাওয়া-আসা করে এবং মানুষ সহ অন্যান্য প্রাণীদের রক্ত চুষে খায়।

৫. মায়ের শাশুড়ির নাতির মেয়ের দাদা আপনার সম্পর্কে কে হবে?
উঃ- মায়ের শাশুড়ির নাতির মেয়ের দাদা আপনার সম্পর্কে বাবা হবে।

৬. বাবার কোন জিনিসটা মেয়েরা বিয়ের পরে বাবাকে ফেরত দেয়?
উঃ- বাবার পদবী মেয়েরা বিয়ের পরে বাবাকে ফেরত দিয়ে দেয়।

General Knowledge

৭. রতনবাবু স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুরতে গেলেন। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি পড়ায় সবাই ভিজে গেল। কিন্তু রতনবাবুর চুল ভিজল না। কী করে?
উঃ- বৃষ্টিতে সবাই ভিজে যাওয়ার পরও রতনবাবুর চুল ভিজল না। কারণ, রতনবাবুর মাথায় চুল ছিল না।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements