রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, মেয়েরা গোপনে কী টেপে? কেবল লেজেন্ডরাই দিতে পারবে উত্তর

General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল জেনারেল নলেজ (General Knowledge)। এই বিষয়ে যে যত বেশি দক্ষ, পরীক্ষায় তাঁর নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা তত বেশি। চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা…

Advertisements

General Knowledge: চাকরির পরীক্ষার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল জেনারেল নলেজ (General Knowledge)। এই বিষয়ে যে যত বেশি দক্ষ, পরীক্ষায় তাঁর নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা তত বেশি। চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখেই এই প্রতিবেদনে বেশ কিছু প্রশ্নোত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ)

General Knowledge

Advertisements

১. মে দিবস সর্বপ্রথম ভারতের কোথায় পালন করা হয়?
উঃ- বোম্বেতে সর্বপ্রথম মে দিবস পালন করা হয়।

২. দ্বিতীয় স্থান অধিকার করেছে এমন বর্ষণসিক্ত অঞ্চলের নাম করো?
উঃ- দ্বিতীয় স্থান অধিকার করেছে এমন বর্ষণসিক্ত অঞ্চলের নাম হল মহাবালেশ্বর।

৩. কোথায় দক্ষিণ-পশ্চিম রেলওয়ে জোনের হেড কোয়ার্টার আছে?
উঃ- হুবলীতে দক্ষিণ-পশ্চিম রেলওয়ে জোনের হেড কোয়ার্টার আছে

৪. করোনা চিকিৎসার সঙ্গে জড়িত ‘PPE’-এর সম্পূর্ণ নাম বলো।
উঃ- ‘PPE’-এর সম্পূর্ণ নাম হল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (Personal Protective Equipment)।

৫. কার্যের এসআই একক (SI Unit) কী?
উঃ- কার্যের এসআই একক হল জুল।

৬. কোথায় রেকটিফায়ার ব্যবহার করা হয়?
উঃ- এসি থেকে ডিসিতে রূপান্তর করার সময়ে রেকটিফায়ার ব্যবহার করা হয়।

৭. প্যাসেঞ্জার সংখ্যার ভিত্তিতে ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের নাম কী?
উঃ- প্যাসেঞ্জার সংখ্যার ভিত্তিতে ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের নাম হল শিয়ালদহ।

৮. আইবক শব্দটির বাংলা অর্থ বলো।
উঃ- আইবক শব্দটির বাংলা অর্থ হল দাস।

৯. কী ভুটানের প্রবেশদ্বার নামে পরিচিত?
উঃ- বক্সাদুয়ার দুর্গ ভুটানের প্রবেশদ্বার নামে পরিচিত।

১০. বৈদিক যুগে বাড়ি কী দিয়ে তৈরি করা হতো?
উঃ- বৈদিক যুগে বাড়ি পোড়া ইট দিয়ে তৈরি করা হতো।

General Knowledge

১১. ভারতের কোন রাজ্যে পান্না টাইগার রিজার্ভ আছে?
উঃ- মধ্যপ্রদেশে পান্না টাইগার রিজার্ভ আছে।

১২. মেয়েরা গোপনে কী টেপে?
উঃ- মেয়েরা গোপনে ফোন টেপে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements