General Knowledge: অনেক সময়েই রাতের নিস্তব্ধতার মাঝে কুকুরদের কান্নার আওয়াজ শোনা যায়। এই আওয়াজ পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে যান। কুসংস্কারের বশে অনেকেই ভয় পেয়ে যান। জানিয়ে রাখি, এতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। রাতে কুকুর হঠাৎই কাঁদে কেন? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে পড়ে ফেলুন এই প্রতিবেদন।
কুকুর রাতে কাঁদে কেন? (Why Dog cries at night?)
উঃ- কুকুরের কান্নার পিছনে অনেকে কুসংস্কার মেনে চললেও, আসলে এর পিছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। নিম্নে এগুলি উল্লেখ করা হল-
১. বয়স বেশি হলে একাকিত্বের ভয়ে রাতে কুকুর কাঁদতে শুরু করে।
২. কুকুর নিজেদের এলাকা চিহ্নিত করে রাখে। অন্য এলাকার কুকুর নিজেদের এলাকায় এলে এরা সহ্য করতে পারে না। এই পরিস্থিতিতে কেউ ঘেউ ঘেউ করতে শুরু করে, আবার কেউ কাঁদে। এই পদ্ধতি অবলম্বন করে তাঁরা দলের সঙ্গীদের সতর্ক করারও চেষ্টা করে।
৩. কুকুরের কোনো কারণে ভালো না লাগলে বা কিছু দ্বারা শারীরিক আঘাত পেয়ে থাকলেও কুকুর কাঁদতে শুরু করে।
৪. পরিবার থেকে কোনো কারণে আলাদা হয়ে গেলে কুকুরদের রাতে কাঁদতে দেখা যায়।
৫. কিছু ক্ষেত্রে দেখা গেছে ভুলে অন্য এলাকায় এসে পৌঁছে গেলে ঠিক মানুষের মতোই কুকুর দুঃখ অনুভব করে। দুঃখ প্রকাশ করতে গিয়ে এদের কাঁদতে দেখা যায়।
৬. কিছুজন আবার দাবি করেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কুকুররা অনেক সময় কেঁদে থাকে।