রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা কতদূর? ৯৯% মানুষই জানেন না

General Knowledge: জেনারেল নলেজ এমন একটা বিষয়, যেটা আট ঠিক আশি সবারই জীবনে কোনো না কোনো পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বসলে এই বিষয়টি উল্লেখযোগ্য ভূমিকা পালন…

Advertisements

General Knowledge: জেনারেল নলেজ এমন একটা বিষয়, যেটা আট ঠিক আশি সবারই জীবনে কোনো না কোনো পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বসলে এই বিষয়টি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। আজকের এই প্রতিবেদনে জেনারেল নলেজ কেন্দ্রীক কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ):

১. কে ভাইটালিস্টিক মতবাদ আবিষ্কার করেন?
উঃ- জগদীশচন্দ্র বসু ভাইটালিস্টিক মতবাদ আবিষ্কার করেন।

Advertisements

General Knowledge

২. ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উঃ- ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হল রাজন্দ্র প্রাসাদ।

৩. তহকিক-ই-হিন্দ বইটির রচয়িতার নাম কী?
উঃ- তহকিক-ই-হিন্দ বইটির রচয়িতার নাম হল আলবিরুনী।

৪. ভারতের ফার্স্ট সিটিজেন কে?
উঃ- ভারতের ফার্স্ট সিটিজেন হলেন দেশের রাষ্ট্রপতি।

৫. টপ্পা গানের প্রচলনকারীর নাম কী?
উঃ- টপ্পা গানের প্রচলনকারীর নাম হল রামনিধি গুপ্তা।

৬. ভারতের প্রথম নৌ প্রধানের নাম কী?
উঃ- ভারতের প্রথম নৌ প্রধানের নাম হল আর. ডি. কাটারি।

৭. ভারতের কোথায় কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রয়েছে?
উঃ- সেকেন্দ্রাবাদেতে কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রয়েছে।

৮. ভারতে কোন বছর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়?
উঃ- ভারতে ২০১০ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়।

৯. মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর তাঁর একটি বই প্রকাশিত হয়। বইটির নাম কী?
উঃ- মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর তাঁর প্রকাশিত বইটির নাম হল মায়াকানন।

১০. ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম কী?
উঃ- ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম হল সুকুমার সেন।

১১. ডাল জাতীয় খাদ্যে অনুপস্থিত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডটির নাম কী??
উঃ- ডাল জাতীয় খাদ্যে অনুপস্থিত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডটির নাম হল মিথিওনিন।

General Knowledge

১২. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতদূর পড়াশোনা করেছেন?
উঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল জীবনের সমাপ্তি ঘটে ১৯৭০ সালে। তিনি ওই বছর দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপরে যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করার পরে ইসলামিক ইতিহাস নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি এরপরেও পড়া চালিয়ে যান। শ্রী শিক্ষায়তন কলেজে এডুকেশন বিষয়ে ডিগ্রি লাভ করার পাশাপাশি কলকাতার যোগেশ কলেজে পড়ে আইনে ডিগ্রি অর্জন করেন (তথ্যসূত্র: উইকিপিডিয়া)।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements