General Knowledge: জেনারেল সংক্রান্ত জ্ঞান জীবনে বিভিন্নভাবে কাজে লাগতে পারে। এই জ্ঞান কখনও চাকরি পরীক্ষা উতরে দিতে সাহায্য করে, আবার কখনও ছোটদের অদ্ভুত প্রশ্নের উত্তর জোগাতে সাহায্য করে। আজকের প্রতিবেদনে এই জেনারেল নলেজ বিষয়কে নিয়েই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. H2O-এর আণবিক ভর কত?
উঃ- H2O-এর আণবিক ভর ১৮।
২. কোন সালে জিম কর্বেট ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৯৩৬ সালে জিম কর্বেট ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়।
৩. AAWAJ কোন রাজ্যের পুলিশ চালু করেছে?
উঃ- AAWAJ রাজস্থান পুলিশ চালু করেছে।
৪. মালাই শব্দটির বাংলা অর্থ কী?
উঃ- মালাই শব্দটির বাংলা অর্থ হল পাহাড়।
৫. ভারতের কোন রাজ্যে গোল গম্বুজ রয়েছে?
উঃ- কর্ণাটকে গোল গম্বুজ রয়েছে।
৬. ‘ভয়েস অফ ইন্ডিয়া’ (Voice Of India) কত সালে প্রকাশিত হয়েছিল?
উঃ- ‘ভয়েস অফ ইন্ডিয়া’ (Voice Of India) প্রকাশিত হয়েছিল ১৮৮৩ সালে।
৭. ভারতের কোথায় দচিগাম স্যাংচুয়ারি আছে?
উঃ- জম্মু ও কাশ্মীরে দচিগাম স্যাংচুয়ারি আছে।
৮. কাদের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতি দেখা যায়?
উঃ- অ্যামিবা ও ঈস্টের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতি দেখা যায়।
৯. বৃহত্তম টাঁকশাল ভারতের কোথায় রয়েছে?
উঃ- বৃহত্তম টাঁকশাল কলকাতায় রয়েছে।
১০. ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার না থাকলে, সেটাকে কী বলা হয়?
উঃ- ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার না থাকলে, সেটাকে অ্যাসেন্ট্রিক বলা হয়।
৯. কোন সালে খড়গপুর আইআইটি প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৯৫১ সালে খড়গপুর আইআইটি প্রতিষ্ঠিত হয়।
১০. মস্তিষ্কের কোন অংশের সঙ্গে থ্যালামাস যুক্ত থাকে?
উঃ- অগ্র মস্তিষ্কের সঙ্গে থ্যালামাস যুক্ত থাকে।
১১. মুসলিম লীগ কবে পৃথক রাষ্ট্রের ডাক দেয়?
উঃ- ১৯৪০ সালে মুসলিম লীগ পৃথক রাষ্ট্রের ডাক দেয়।
১২. বলুন তো, ছেলেদের কোন জিনিস মেয়েদের মধ্যে ঢুকে যায়?
উঃ- ছেলেদের কথা মেয়েদের মধ্যে ঢুকে যায়।