রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: বলুন তো, কোন প্রাণী ঘুমায় না? ৫ সেকেন্ডে উত্তর দিলে আপনি সুপার লেজেন্ড

General Knowledge: এই পৃথিবীতে এক বিশেষ প্রকৃতির প্রাণী আছে, যারা সারা জীবনে ঘুমায় না। এই প্রাণী কোনো সুদূর জঙ্গলে বাস করে না, মানুষের মাঝেই এদের বাস। বুঝতে পারলেন? এখানে কার…

Advertisements

General Knowledge: এই পৃথিবীতে এক বিশেষ প্রকৃতির প্রাণী আছে, যারা সারা জীবনে ঘুমায় না। এই প্রাণী কোনো সুদূর জঙ্গলে বাস করে না, মানুষের মাঝেই এদের বাস। বুঝতে পারলেন? এখানে কার কথা বলা হচ্ছে? এখানে কথা বলা হচ্ছে পিঁপড়েকে নিয়ে। এই প্রতিবেদনে পিঁপড়ের ঘুম নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল।

General Knowledge

Advertisements

(General Knowledge) পিঁপড়ে ঘুমায় না কেন?

পিঁপড়ে না ঘুমানোর অন্যতম কারণ হল ওদের চোখে পাতার অনুপস্থিতি। ঠিকই শুনলেন, আমাদের যেমন চোখের পাতা থাকে, পিঁপড়ের তেমন চোখের পাতা থাকে না। তবে এদের চোখের পাতা না থাকার কারণে এদেরকে কোনো সমস্যায় পড়তে হয় না। পিঁপড়ের কাছে চোখ উপস্থিত থাকলেও চোখের পাতা নেই। চোখের উপরে একাধিক লেন্স আছে। এই লেন্সের দৌলতে ভালোভাবে দেখতে পায় পিঁপড়ে। মানুষ সহ অন্যান্য প্রাণীদের কাছে চোখের পাতা রয়েছে। তাই মানুষ চোখের পাতা বন্ধ করতে পারে না। এবার হয়তো আপনার মনে প্রশ্ন উঠছে পিঁপড়ে কি তাহলে সত্যি কখনওই ঘুমায় না? উত্তর হল হ্যাঁ ঘুমায়। তবে মানুষের মতো নয়। পিঁপড়ের চোখের পাতা না থাকার কারণে মানুষের মতো চোখের পাতা বন্ধ করে ঘুমাতে পারে না ঠিকই, তবে এরা অন্য পদ্ধতি অবলম্বন করে।

General Knowledge

পিঁপড়ে আসলে ঠিক মানুষের মতো টানা ৬-৮ ঘন্টার ঘুম ঘুমায় না, এরা গভীর বিশ্রাম নেয়। ২৪ ঘন্টায় এরা মোটামুটি ১ মিনিটের মতো করে আড়াইশোবার গভীর বিশ্রাম নিয়ে থাকে। যা মোট ৪ ঘন্টা ৪৮ মিনিটের মতো। এই গভীর বিশ্রাম দশায় পিঁপড়ের অ্যানটেনা ও ম্যান্ডিবলের সঞ্চালন কমে যাওয়ার কারণে শরীরের সক্রিয়তা কমে যায়। আর এভাবেই পিঁপড়েরা আরাম করে থাকে।

General Knowledge

একটি মাত্র ফুসফুসের সহায়তায় এদের শ্বসন ক্রিয়া চলে। এছাড়াও এঁদের মধ্যে থাকা একটি অদ্ভুত বিষয় যা মানুষের নেই, সেটি হল কম্পন অনুভব করার ক্ষমতা। পা ও হাঁটুর কাছে থাকা ভাইব্রেশন সেন্সরের কারণে এরা অন্যদের উপস্থিতি বুঝতে পারে। যার ফলে এরা বিপদ ঘটার আগেই সতর্ক হয়ে যায়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements