General Knowledge: জেনারেল নলেজ (General Knowledge) বিষয়টি চাকরির প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জন্যই তো চাকরিপ্রার্থীরা এই বিষয়ে যতটা সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। এই বিষয়ের অধীনে যত পড়া যায়, ততই কম। চাকরিপ্রার্থীদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতেই এই প্রতিবেদনে আনা হল জেনারেল নলেজ বিষয়ক কিছু প্রশ্নোত্তর (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ- মাইক্রোসফট ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়।
২. জাকার্তার পুরোনো নাম কী?
উঃ- জাকার্তার পুরোনো নাম হল বাটভিয়া।
৩. কোন খেলার সঙ্গে আরতি সাহার নাম যুক্ত?
উঃ- সাঁতারের সঙ্গে আরতি সাহার নাম যুক্ত।
৪. ক্রিকেটার হিসাবে সর্বপ্রথম কে অর্জুন পুরস্কার পেয়েছিলেন?
উঃ- ক্রিকেটার হিসেবে সেলিম দুরানি সর্বপ্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন।
৫. কোন প্রণালীর উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে?
উঃ- বেরিং প্রণালীর উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে।
৬. কোন রাজ্যের সঙ্গে কথাকলি নৃত্য যুক্ত?
উঃ- কেরালার সঙ্গে কথাকলি নৃত্য যুক্ত।
৭. ভারতের কোন রাজ্যে থোরিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায়?
উঃ- কেরালায় থোরিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায়।
৮. ভারতের কোথায় রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আছে?
উঃ- হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আছে।
৯. কে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন?
উঃ- মোতিলাল নেহেরু।
১০. কোন রাজ্যে দুধওয়া ন্যাশনাল পার্ক রয়েছে?
উঃ- উত্তরপ্রদেশে দুধওয়া ন্যাশনাল পার্ক রয়েছে।
১১. জল সংবহনতন্ত্র কোন সামুদ্রিক প্রাণীর দেহে থাকে?
উঃ- জল সংবহনতন্ত্র তারামাছের দেহে থাকে।
১২. কোন রাজ্যে রেললাইন নেই?
উঃ- সিকিমে রেললাইন নেই।