General Knowledge: জেনারেল নলেজ বিষয়ে যার জ্ঞান সমৃদ্ধ থাকে, তাঁকে কখনও চাকরির পরীক্ষায় বসে সমস্যায় পড়তে হয় না। এই বিষয়টি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হওয়ায়, সবাই এই বিষয়টিকে যতটা সম্ভব খুঁটিয়ে পড়ার চেষ্টা করেন। চাকরিপ্রার্থীদের সাহায্য করার জন্যই জেনারেল নলেজ বিষয়কে কেন্দ্র করে এই প্রতিবেদনে কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল (General Knowledge SAQ)।
General Knowledge Short Answer Questions (GK SAQ):
১. সৌরজগতের শীতলতম গ্রহের নাম কী?
উঃ- সৌরজগতের শীতলতম গ্রহের নাম হল নেপচুন।
২. ফ্লাই অ্যাশ কীসে ব্যবহৃত হয়?
উঃ- ইট তৈরির কাজে ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয়।
৩. ভারতের কোন রাজ্যে চন্দন গাছ সবচেয়ে বেশি রয়েছে?
উঃ- কর্ণাটকে চন্দন গাছ সবচেয়ে বেশি রয়েছে।
৪. কোন জল সবচেয়ে বেশি লবনাক্ত হয়?
উঃ- ভারী জল সবচেয়ে বেশি লবনাক্ত হয়।
৫. পৃথিবীর কত শতাংশ আয়তন জলভাগ দ্বারা আবৃত?
উঃ- পৃথিবীর ৭১% আয়তন জলভাগ দ্বারা আবৃত।
৬. কোন মহারাজা হাওয়া মহল তৈরি করেছিলেন?
উঃ- মহারাজা রানা প্রতাপ সিং হাওয়া মহল তৈরি করেছিলেন।
৭. একটি মিষ্ট জলের হ্রদের নাম করো।
উঃ- একটি মিষ্ট জলের হ্রদের নাম হল উলার লেক (Wular Lake)।
৮. এশিয়ার বৃহত্তম মিষ্ট জলের হ্রদের নাম কী?
উঃ- এশিয়ার বৃহত্তম মিষ্ট জলের হ্রদের নাম হল উলার লেক (Wular Lake)। এটি জম্মু ও কাশ্মীরে রয়েছে।
৯. ভারতের বৃহত্তম হ্রদের নাম করো।
উঃ- ভারতের বৃহত্তম হ্রদের নাম ভেমবাদনাদ লেক (Vembanad Lake)। এটি কেরালায় রয়েছে।
১০. মানুষের তৈরি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্রদের নাম করো।
উঃ- মানুষের তৈরি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্রদের নাম হল জাইসামান্দ লেক (Jaisamand Lake)। এটি রাজস্থানে অবস্থিত।
১১. মানুষের তৈরি এশিয়ার প্রথম বৃহত্তম হ্রদের নাম করো।
উঃ- মানুষের তৈরি এশিয়ার প্রথম বৃহত্তম হ্রদ হল আসওয়ান ড্যাম (Aswan Dam)। এটি ইজিপ্টে অবস্থিত।
১২. কোন মশলা ‘মশলার রাজা’ নামে পরিচিত?
উঃ- গোল মরিচ (Black Pepper) ‘মশলার রাজা’ নামে পরিচিত।