রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

General Knowledge: তিন বা পাঁচ নয়, বলুন তো, বিয়েতে কেন সাত পাকই ঘোরানো হয়? ৯৯% মানুষ জানেন না

General Knowledge: জেনারল নলেজ (General Knowledge) চাকরির পরীক্ষার প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ অংশ। এই বিষয়কটিকে বাদ দিয়ে প্রস্তুতি অসম্পূর্ণ। ভালো করে পড়ে রাখলে লিখিত পরীক্ষা সহ ইন্টারভিউ সবকিছুই ভালোভাবে দেওয়া যায়।…

Advertisements

General Knowledge: জেনারল নলেজ (General Knowledge) চাকরির পরীক্ষার প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ অংশ। এই বিষয়কটিকে বাদ দিয়ে প্রস্তুতি অসম্পূর্ণ। ভালো করে পড়ে রাখলে লিখিত পরীক্ষা সহ ইন্টারভিউ সবকিছুই ভালোভাবে দেওয়া যায়। আজকের এই প্রতিবেদনে জেনারেল নলেজ বিষয় কেন্দ্রীক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল (General Knowledge SAQ)।

General Knowledge Short Answer Questions (GK SAQ)

১) ভারতের প্রথম বায়ুপ্রধানের নাম কী?
উঃ- ভারতের প্রথম বায়ুপ্রধানের নাম হল এয়ারমার্শাল থমাস এলামথ্রিস্ট।

Advertisements

General Knowledge

২) ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ- ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি ছিলেন ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণ।

৩) ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম কী?
উঃ- ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম হরিলাল জে কানিয়া।

৪) কোন তারিখে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়?
উঃ- ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

৫) ভারতের লোকসভার প্রথম স্পিকারের নাম কী?
উঃ- ভারতের লোকসভার প্রথম স্পিকারের নাম হল জি ভি মাভালঙ্কর।

৬) ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম কী?
উঃ- ভারতের প্রথম অর্থমন্ত্রীর নাম হল আর. কে. সানমুগাম চেট্টি।

৭) স্বাধীনতা পাওয়ার পরে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ- স্বাধীনতা পাওয়ার পরে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

৮) বৈদিক যুগে বাড়ি কী দিয়ে তৈরি করা হতো?
উঃ- বৈদিক যুগে বাড়ি পোড়া ইট দিয়ে তৈরি করা হতো।

৯) ভারতের প্রথম লোকপালের নাম কী?
উঃ- ভারতের প্রথম লোকপালের নাম হল পিনাকি চন্দ্র ঘোষ।

General Knowledge

১০) কোন নদীর তীরে নাসিক রয়েছে?
উঃ- গোদাবরী নদীর তীরে নাসিক রয়েছে।

১১) ভারতের প্রথম কেন্দ্রীয় ভিজিল্যান্স অফিসারের নাম কী?
উঃ- ভারতের প্রথম কেন্দ্রীয় ভিজিল্যান্স অফিসারের নাম হল এন শ্রীনিবাস রাও।

১২) বিয়েতে সাতপাক ঘোরার কারণ কী?
উঃ- এক্ষেত্রে উত্তরটা একটু গাণিতিক দিক দিয়ে ভাবতে হবে। যখন বিয়েতে পাক ঘোরা হয়, তখন সম্পূর্ণ একটা বৃত্ত বরাবর ঘোরা হয়। একটা বৃত্তের অর্থ ৩৬০ ডিগ্রি কোণে ঘোরা। কারণ, ষষ্ঠীক কোণে বৃত্তের পরিমাপ ৩৬০ ডিগ্রি। ৩৬০ সংখ্যাটি ১,২,৩,৪,৫,৬,৮,৯ এবং ১০ দিয়ে ভাগ করে মিলে গেলেও ৭ দ্বারা ভাগ করলে মেলে না, অবশিষ্ট থেকে যায়। আর এই জন্যই বিয়ে যাতে কেউ ভাঙতে না পারে, বিয়েতে সাত পাক ঘোরা হয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements