Gold Price Down: হলুদ ধাতুর দামের গ্রাফে বড়সড় পতন। প্রতিগ্রামে গড়ে ৮০০ টাকা করে কমল সোনার দাম, কিভাবে! রইল সম্পূর্ণ হিসাব। বাজারদর অনুযায়ী গত ৭ দিনে সোনার সর্বোচ্চ দাম ছিল (24 ক্যারেট) 64686 টাকা। বর্তমানে এই সোনার দামের পতন চোখে পড়ার মতন। এইদিকে ধনতেরাস উপলক্ষে নামীদামী সোনার দোকানগুলো দিচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট। ধনতেরাস উপলক্ষে এই সব দোকানগুলি সোনার গহনার মজুরির উপর গড়ে 20% থেকে 25% ডিসকাউন্ট দিচ্ছে। যার ফলে উৎসবের মরসুমে বেশ অনেকটাই কমেছে সোনার গয়নার দাম।
Last 7 Days Highest Gold Price | Average Making Charges On Gold |
64686 | 30% |
Today Gold Price | Discounted Making Charges On Gold |
60170 | 20% |
গড় হিসবে প্রতি ১০ গ্রাম সোনার ওপর ৪০১৬ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে অন্যদিকে প্রতি গ্রাম সোনার মজুরির ওপর ছাড় মিলছে ৩৬৪৪ টাকা এইভাবে আপনি সোনার গহনার উপর গ্রাম প্রতি মোট ৮০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য – তবে মাথায় রাখবেন এই ছাড় আপনার শহর,গহনার ধরন ও দোকানের শর্তাবলি অনুযায়ী প্রযোজ্য। এখানে দেখানো হিসেব বাজার দর ও বিজ্ঞাপনের ভিত্তিতে দেওয়া হয়েছে। কেনার আগে নিজে যাচাই করে তবেই কিনবেন।
সোনার দামের আরো আপডেট পেতে ক্লিক করুন এখানে >