রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Gold Price Today: সোনার দামে বিরাট পরিবর্তন! জানুন 10 গ্রাম স্বর্ণের বাজারদর

ভারতীয় মহিলাদের অন্যতম প্রিয় ধাতু হল সোনা (Gold Price Today)। এই সোনার উপরে শুধুমাত্র মেয়েদের সাজগোজ নয়, দেশের ও বিদেশের বিভিন্ন বিষয়ও নির্ভর করে। আর তাই সোনার দাম বাড়লে সকলেরই…

Advertisements

ভারতীয় মহিলাদের অন্যতম প্রিয় ধাতু হল সোনা (Gold Price Today)। এই সোনার উপরে শুধুমাত্র মেয়েদের সাজগোজ নয়, দেশের ও বিদেশের বিভিন্ন বিষয়ও নির্ভর করে। আর তাই সোনার দাম বাড়লে সকলেরই ভ্রু কুঁচকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। চলুন দেখে নেওয়া যাক, আজকে কলকাতায় সোনা ও রূপোর দাম কেমন ছিল (Gold Price Today)।

Gold Price Today

Advertisements

আজ কলকাতায় সোনার দাম: (Gold Price Today)

১. ২৪ ক্যারাটের সোনার দাম: পাকার সোনার বাটে বৃদ্ধি দেখা গিয়েছে। প্রত্যেক ১০ গ্রাম পিছু ২০০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। প্রতি এক গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৯৬০ টাকা। এই হিসাবে ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৫৯৬০০ টাকা। এটি হিসাব করলে স্পষ্ট বোঝা যায় যে, প্রত্যেক ১ গ্রাম সোনার দাম ২০ টাকা করে বেড়েছে।
২. ২২ ক্যারাটের সোনার দাম: এক্ষেত্রেও প্রত্যেক ১ গ্রাম সোনার দাম ২০ টাকা করে বাড়তে দেখা গিয়েছে। জানিয়ে রাখি, আজকে কলকাতায় ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৬৯৫ টাকা। এই হিসাবে প্রত্যেক ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৫৬৯৫০ টাকা। উল্লেখ্য, এক্ষেত্রে প্রত্যেক ১০ গ্রাম সোনার দামে ২০০ টাকা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

Gold Price Today

আজ কলকাতায় সোনার দাম: (Silver Price Today)

১. রূপোর বাট: এক কেজির দাম ৭২০০০ টাকা।
২. খুচরো রূপো: এক কেজির দাম ৭২১০০ টাকা।

পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা গেছে, সোনার দামে বৃদ্ধি শুধুমাত্র ভারতেই দেখা যায়নি, দেখা গেছে বিশ্বজুড়ে। ভারতের সঙ্গে পাল্লা দিয়ে ইউকে (UK) ও অস্ট্রেলিয়াতেও (Australia) সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। উল্লেখ্য, সোনার এই মূল্য বৃদ্ধির (Gold Price Hike) পরিমাণ একটুআধটু নয়, বেশ অনেকটাই পরিলক্ষিত হয়েছে। সোনার দামের এইরকম আচরণের জন্য কয়েকটি বিষয়কে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

Gold Price Today

বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে সোনার দাম বৃদ্ধি হওয়ার জন্য দায়ী অন্যতম কারণ হল ‘গ্লোবাল ব্যাঙ্ক সংকট’ (Global Banking Crisis)। এর কারণেই সোনার দামের গ্রাফ হুহু করে ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে। এছাড়াও, আমাদের দেশে সোনার দাম বৃদ্ধি হওয়ার অন্যতম কারণরূপে দায়ী করা হয়েছে উৎসবের মরসুমকে। একটু খেয়াল করলেই দেখা যাবে উৎসবের মরসুমে সোনার চাহিদা বেড়ে যায়। এই আবহেই সোনার দামের বৃদ্ধি দেখা যায়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements