রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

HDFC Scholarship 2023: পড়ুয়াদের ৭৫০০০ টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাঙ্ক, এইভাবে করুন আবেদন

HDFC Scholarship 2023 Last date: দেশে বহু মেধাবী পড়ুয়া আছে যারা দারিদ্রতার অভিশাপে উচ্চশিক্ষা পর্যন্ত পড়ার সুযোগ পান না। এমন অনেক পড়ুয়াই আছেন, যারা স্কুলশিক্ষাই চালিয়ে নিয়ে যেতে পারেন না।…

Advertisements

HDFC Scholarship 2023 Last date: দেশে বহু মেধাবী পড়ুয়া আছে যারা দারিদ্রতার অভিশাপে উচ্চশিক্ষা পর্যন্ত পড়ার সুযোগ পান না। এমন অনেক পড়ুয়াই আছেন, যারা স্কুলশিক্ষাই চালিয়ে নিয়ে যেতে পারেন না। এই সমস্ত পড়ুয়াদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য রয়েছে একাধিক সরকারি ও বেসরকারি প্রকল্প। আজকের প্রতিবেদনে এমনই এক বেসরকারি প্রকল্পের নিয়ে আলোচনা করা হল।

HDFC Scholarship 2023 Last date

এইচডিএফসি ব্যাঙ্কের স্কলারশিপ ২০২৩ (HDFC Bank Scholarship 2023)

১. স্কুল পড়ুয়াদের পাশাপাশি কলেজ পড়ুয়ারাও এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন।
২. ১ম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী, ইউজি, ডিপ্লোমা, পেশাগত কোর্স ও পিজির পড়ুয়ারা আবেদনের সুযোগ পাবেন।
৩. পড়ুয়ারা সর্বোচ্চ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা পেয়ে থাকেন।

Advertisements

এইচডিএফসি ব্যাঙ্কের স্কলারশিপে আবেদনের যোগ্যতা ২০২৩ (Eligibility to apply for HDFC Bank Scholarship 2023)

১. পড়ুয়াকে ভারতীয় হতে হবে।
২. পড়া চলাকালীন আবেদন করতে হবে।
৩. পড়ুয়ার আগের ক্লাসের বার্ষিক পরীক্ষার নম্বর ৫৫% বা তার বেশি হতে হবে।
৪. পরিবারের উপার্জনকারী সদস্যের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না।

HDFC Scholarship 2023 Last date

এইচডিএফসি ব্যাঙ্কের স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ২০২৩ (Application Process HDFC Bank Scholarship 2023)

১. আবেদনের জন্য যেতে হবে buddy4study ওয়েবসাইটে।
২. সেখানে ‘এইচডিএফসি স্কলারশিপ’ (HDFC Scholarship)-এ ক্লিক করে কোর্স সিলেক্ট করে নিয়ে সক্রিয় ও বৈধ মোবাইল নং ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. এরপরে দেখতে পাওয়া যাবে আবেদনপত্র। এটি পূরণ করে সরকারি নথিপত্র আপলোড করতে হবে।
৪. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

HDFC Scholarship 2023 Last date

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements