Vastu Tips: সমস্ত মানুষ নিজের বাড়িতে সুখশান্তি বজায় রাখতে চান। এরজন্য নানান মানুষ নানান ধরণের পথ অবলম্বন করে থাকেন। তবে শুধুমাত্র মানসিক শান্তি নয়, বাড়ির আর্থিক উন্নতির দিকেও নজর দিতে হবে। বাড়িতে যাতে অর্থের আগমন ঘটে, অনেকে অনেকসময় বিভিন্ন রকমের টোটকা মেনে চলেন। আপনি কি জানেন? বাড়িতে একটা বিশেষ ফুলগাছ রাখলেই বাড়িতে সুখসমৃদ্ধির আগমন ঘটবে। নিম্নে এই বিষয়েই আলোচনা করা হল।
(Vastu Tips) বাস্তুমতে, এর উপকারিতা নিয়ে আলোচনা করা হল-
১. কোনো মানুষের রাশিচক্রে সূর্যের অবস্থান দুর্বল হলে বাড়িতে জবা গাছ লাগানো যেতে পারে। সূর্যের অবস্থান স্থিতিশীল করার জন্য গাছটি বাড়ির পূর্ব দিকে লাগানো যেতে পারে। এমনটা করলে মা লক্ষ্মী তুষ্ট হয় এবং কেটে যায় অর্থনৈতিক সংকট।
২. কারোর মঙ্গলদোষ থাকলেও সেটা জবার সহযোগিতায় দূর করা সম্ভব। কারোর মঙ্গলদোষ থাকলে বিয়ে হওয়ার পথে বাধা সৃষ্টি হয়। বাড়িতে জবা গাছ থাকলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
৩. শাস্ত্র অনুযায়ী, মা লক্ষ্মীর অন্যতম প্রিয় গাছ হল জবা ফুল। তাই এই গাছ মা লক্ষ্মীর কাছে নিবেদন করলে জীবনের একাধিক সমস্যা দূর চলে যায়। বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেয়।
৪. অনেক সময় দেখা যায়, অফিসের কাজে বা ব্যবসায় নিজের সর্বোচ্চটা দিলেও অনেক ক্ষেত্রে নানান সমস্যা চলে আসে। ফলে আরওই উন্নতি হতে দেখা যায় না। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে জল সহযোগে জবা ফুল সূর্যদেবার উদ্দেশ্যে নিবেদন করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এক্ষেত্রে, জবা ফুলটি জলে রেখে নিবেদন করতে হবে।