রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে এই ফুলের গাছ, লাগান বাড়ির এই দিকে

Vastu Tips: বাড়িতে সুখশান্তি বজায় থাকলে, কার না ভালো লাগে! বাড়ির পরিবেশ ভালো থাকলে মানসিক সুস্থতা বজায় থাকে। এর প্রভাব ব্যক্তিগত, সামাজিক ও কর্মজীবনে পড়ে। মানসিক শান্তি থাকলে বহু সমস্যাও…

Advertisements

Vastu Tips: বাড়িতে সুখশান্তি বজায় থাকলে, কার না ভালো লাগে! বাড়ির পরিবেশ ভালো থাকলে মানসিক সুস্থতা বজায় থাকে। এর প্রভাব ব্যক্তিগত, সামাজিক ও কর্মজীবনে পড়ে। মানসিক শান্তি থাকলে বহু সমস্যাও ঠান্ডা মাথায় সমাধান করার সম্ভব হয়। আবার বাড়িতে যদি ঝগড়া-বিবাদ সারাক্ষণ লেগে থাকে, তাহলেও জীবনের সমস্ত দিক প্রভাবিত হয়। কিছু ভালো হওয়ার থাকলেও একটা ভুলের জন্য সবকিছু ওলটপালট হয়ে যেতে দেখা যায়। ফলস্বরূপ, বাড়ির অভ্যন্তরীণ সুস্থ পরিবেশ বিঘ্নিত হয় ও আর্থিক অবস্থা খারাপ হতে দেখা যায়।

Vastu Tips

Advertisements

বাস্তুশাস্ত্রে দাবি করে হয়েছে, উল্লিখিত সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব লাল জবা গাছের (Hibiscus Plant Vastu Tips 2023) দৌলতে। আপনিও যদি জীবনে একাধিক সমস্যায় জড়িয়ে পড়েছেন, পরিত্রাণ পেতে এই প্রতিবেদন পড়ে দেখতে পারেন।

Vastu Tips

(Vastu Tips) বাস্তুমতে লাল জবার উপকারিতা:

১. অনেক সময়েই দেখা যায় রাশিচক্রে সূর্যের অবস্থান দুর্বল হয়। এই অবস্থায় বাড়িতে লাল জবা ফুলের গাছ (চারাগাছ) লাগালে ভালো ফল পাওয়া যায়। সূর্যের অবস্থান স্থিতিশীল করার জন্য গাছটি বাড়ির পূর্ব দিকে লাগানো যেতে পারে। এমনটা করলে মা লক্ষ্মী তুষ্ট হয় এবং  কেটে যায় অর্থনৈতিক সংকট। একইসঙ্গে বাড়িতে বসবাসকারী বাবা ও ছেলের সম্পর্কে ফাটল ধরতে শুরু করলেও, তা ভালো হতে দেখা যায়।
২. মঙ্গলদোষ কাটাতে চাইলে বাড়িতে লাল জবা গাছ রাখা যেতে পারে। মঙ্গলদোষ থাকলে বিয়ে হতে দেরি হয়। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে লাগান জবা গাছ।

Vastu Tips

৩. জীবনে অনেক সময়ই সমস্যা চারিদিক দিয়ে ঘিরে ধরে। এই সমস্ত সমস্যা দূর করতে চাইলে জবা গাছের সাহায্য নেওয়া যেতে পারে। তবে এর জন্য লাল জবা নিয়ে মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে হবে। এই ফুল মা লক্ষ্মীর প্রিয় হওয়ায় কার্যকরী ফল পাওয়া যেতে পারে।
৪. ব্যবসাতেও নানান রকমের সমস্যা দেখা দেয়। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে লাল জবা সূর্য দেবতার কাছে নিবেদন করতে হবে। ভালো ফল পাওয়া যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements