Vastu Tips: অনেকের বাড়িতে লাল জবা ফুলের গাছ থাকে। কিছু মানুষ এর গুণাগুণ সম্পর্কে জানেন, বহু মানুষই জানেন না। এই গাছের ভেষজ গুণ তো আছেই। পাশাপাশি বাড়ির বাস্তু ভালো রাখতেও সাহায্য করে। চলুন এই বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক (China Rose Vastu Tips)।
বাড়িতে জবা ফুলের গাছ থাকলে কী হয়?(what happens if we have china rose plant at home?)
১. জীবনে সুখ আসে: বজরংবলির অন্যতম প্রিয় ফুল হল জবা ফুল। এই ফুল নিয়ে প্রত্যেক শনিবারে ও মঙ্গলবারে বজরংবলির পায়ে অর্পণ করতে হবে। এমনটা করলে জীবনে ভালো কিছু ঘটতে পারে।
২. আর্থিক অনটন দূর হয়: আর্থিক সমস্যা দূর করতেও জবা ফুলের সাহায্য নেওয়া যেতে পারে। এরজন্য একটি লাল জবা ফুল নিতে হবে এবং সেই ফুল নিয়ে মা কালীর পুজো করতে হবে।
৩. মঙ্গলদোষ কেটে যায়: বাড়ির সঠিক দিকে রাখলে মঙ্গলদোষ কেটে যেতে পারে। শুধুমাত্র তাই নয়, সূর্যদোষ কাটানোরও ক্ষমতা রাখে এই ফুল গাছ।
বাড়ির কোথায় জবা গাছ লাগানো যায়? (Where we should place China Rose plant?)
১. জবা ফুলের গাছ বাড়ির ছাদে বা বাড়ির উঠোনে লাগানো যেতে পারে। এই জায়গাগুলোতে লাগালে ভালো ফল মেলে।
বাড়ির কোথায় জবা গাছ লাগানো যায় না? (Where we shouldn’t place China Rose plant?)
১. জবা ফুলের গাছ ভুলেও কোনো নোংরা জায়গায় রাখা যাবে না।
২. এই গাছের আশেপাশে যেন ময়লা-আবর্জনা না থাকে, সেই খেয়াল রাখতে হবে।
জবা গাছ বাড়ির কোনদিকে লাগাতে হবে? (In which direction we should place China Rose plant)
১. জবা ফুলের গাছকে বাড়ির পূর্ব দিকে লাগাতে হবে।
২. এই গাছকে বাড়ির উত্তর দিকেও বসানো যায়।