রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

মাসিক বেতন কত হলে Maruti Swift ZXi Dual Tone আপনি কিনতে পারবেন? হিসাব দেখে সিদ্ধান্ত নিন

Maruti Swift ZXi Dual Tone: নিজের চার চাকার গাড়ি কেনার স্বপ্ন কার নেই! অনেকেই ছোট থেকে চোখের পালকে একটা চার চাকার গাড়ি কেনার স্বপ্ন নিয়ে বড়ো হন। শেষ পর্যন্ত কারোর…

Advertisements

Maruti Swift ZXi Dual Tone: নিজের চার চাকার গাড়ি কেনার স্বপ্ন কার নেই! অনেকেই ছোট থেকে চোখের পালকে একটা চার চাকার গাড়ি কেনার স্বপ্ন নিয়ে বড়ো হন। শেষ পর্যন্ত কারোর পূরণ হয়, কারোর নয়। একটা ভালো চাকরি পেলে বা ব্যবসা একটু দাঁড়ালেই নিজের টাকায় চার চাকার গাড়ি কেনার ব্যাপারই আলাদা। মধ্যবিত্তের নিজের টাকায় নিজের কার (Car) থাকার অর্থ দীর্ঘদিনের অপূরণ থাকা স্বপ্ন পূরণ হওয়া। অনেকেরই প্রথম পছন্দ মারুতি সুইফ্ট (Maruti Swift)। যাঁদের মারুতি সুইফ্ট ভালো লাগে, তাঁরা এর রেঞ্জ, ফিচার্স, স্পেসিফিকেশন, মূল্য (শোরুম ও অন রোড প্রাইস) সংক্রান্ত তথ্য ইতিমধ্যে ঘেঁটে রাখেন।

 Maruti Swift ZXi Dual Tone

Advertisements

গাড়ি কেনার কথা ভাবলেই হয় না। পকেটের অবস্থার দিকে নজর দেওয়াটাও জরুরি। আজকাল নগদে কেনা ছাড়াও খুব সহজে ইএমআই (EMI) দিয়েও কেনা যায়। এক্ষেত্রে ইন্স্যুরেন্স (Insurance), রেজিস্ট্রেশন, ইএমআই (EMI) ও ডাউনপেমেন্টের (Downpayment) মতো অপশনগুলো খুঁটিয়ে দেখতে হয়। এরপরে দেখতে হয় নিজের মাসিক আয়ের পরিমাণ। বর্তমানে সবচেয়ে চর্চায় রয়েছে মারুতি সুইফ্ট জেডএক্সআই এএমটি ডুয়াল টোন (Maruti Swift ZXi Dual Tone)। আজকের প্রতিবেদনে এই গাড়ির দাম (শো রুম ও অন রোড) ও ইএমআই-এর পরিমাণের পাশাপাশি ইচ্ছুক ক্রেতার মাসিক আয়ের পরিমাণ ঠিক কতটা হওয়া দরকার সবটাই আলোচনা করা হল।

মারুতি সুইফ্ট জেডএক্সআই এএমটি ডুয়াল টোন ভ্যারিয়েন্টের প্রাইস (Maruti Swift ZXi Dual Tone Variant Price)

১. এক্স-শো রুম প্রাইস: কলকাতায় এক্স-শোরুমে এর দাম ৯,০৩,০০০ টাকা।
২. অন-রোড প্রাইস: কলকাতায় এর অন-রোড প্রাইস পড়বে ১০,৪০,১৩৫ টাকা। এক্ষেত্রে রেজিস্ট্রেশন করাতে ও ইন্স্যুরেন্স (Insurance) খরচ পড়বে ৯৩,৬১৫ টাকা ও ৪১,৫২০ টাকা।

 Maruti Swift ZXi Dual Tone

ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন: (Maruti Swift ZXi Dual Tone Financial Calculation)

নগদ দিয়ে কিনলে গাড়ি কেনার ঝঞ্ঝাট একবারেই মিটে যায়। কিন্ত আপনি যদি ইএমআই দিয়ে কিনতে চান, আপনার সুবিধার জন্য ডাউনপেমেন্টের পরিমাণ সর্বনিম্ন ১ লক্ষ ৩৭ হাজার ধরে ইএমআই ও মাসিক আয়ের একটা আনুমানিক হিসাব নীচে দেওয়া হল।
১. ডাউনপেমেন্ট: ডাউনপেমেন্টের পরিমাণ মোটামুটি ১ লক্ষ ৩৭ হাজার টাকা।
২. ঋণের পরিমাণ: ১ লক্ষ ৩৭ হাজার টাকা ডাউনপেমেন্ট করলে মোট ঋণের পরিমাণ দাঁড়াবে মোটামুটি ৯ লক্ষ ৩ হাজার টাকা।
৪. মেয়াদ: ঋণের মেয়াদ ৫ বছর।
৫. সুদের হার: ১০%।
৬. ইএমআই: এই অবস্থায় ১ লক্ষ ৩৭ হাজার টাকা ডাউনপেমেন্ট করে ১০% সুদের হারে ৯ লক্ষ ৩ হাজার টাকা ঋণ নিলে সুদ সহ গাড়িটির মোট দাম দাঁড়াবে মোটামুটি ১১ লক্ষ ৫১ হাজার টাকার মতো। এক্ষেত্রে প্রত্যেক মাসে দিতে হবে মোটামুটি ১৯ হাজার টাকা।
৭. তেল ও মেইনটেইনেন্স খরচ: গাড়ির ইএমআই দেওয়া ছাড়াও তেল এবং মেন্টেইনেন্সের জন্য খরচ হবে মোটামুটি ৫-৬ হাজার টাকা। মোট হিসাবে করলে প্রত্যেক মাসে গাড়িটির পিছনে কমপক্ষে ২৪-২৫ হাজার টাকা খরচ করতে হবে।

উল্লেখ্য, গাড়ি কেনার সময়ে অবশ্যই পকেটের অবস্থার দিকেও তাকাতে হবে। খেয়াল রাখতে হবে, গাড়ির দামের পরিমাণ যেন আপনার বার্ষিক উপার্জনের ৪০% না পেরিয়ে যায়। এই শর্তে একটি মারুতি সুইফ্ট জেডএক্সআই এএমটি ডুয়াল টোন ভ্যারিয়েন্ট কেনার জন্য আপনার মাসিক আয় কমপক্ষে ৮০-৯০ হাজার টাকা হতেই হবে। আপনি আরও ঋণ নিয়ে থাকলে সেটা মোট বার্ষিক উপার্জনের মোট পরিমাণ থেকে বাদ দিয়ে ধরতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements