রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

মাসিক বেতন কত হলে Royal Enfield Hunter 350 আপনি কিনতে পারবেন! হিসাব দেখে সিদ্ধান্ত নিন

Royal Enfield Hunter 350: নিজের দুচাকার গাড়ি কেনার স্বপ্ন কার নেই! একটা ভালো চাকরি পাওয়ার পরে বা নিজের ব্যবসায় দাঁড়িয়ে গেলে নিজের টাকায় দুচাকার গাড়ি কেনার ব্যাপারই আলাদা। নিম্ন মধ্যবিত্তের…

Advertisements

Royal Enfield Hunter 350: নিজের দুচাকার গাড়ি কেনার স্বপ্ন কার নেই! একটা ভালো চাকরি পাওয়ার পরে বা নিজের ব্যবসায় দাঁড়িয়ে গেলে নিজের টাকায় দুচাকার গাড়ি কেনার ব্যাপারই আলাদা। নিম্ন মধ্যবিত্তের নিজের টাকায় নিজের বাইক থাকার অর্থ দীর্ঘদিনের অপূরণ থাকা স্বপ্ন পূরণ হওয়া। অধিকাংশ ছেলেই হয় রয়‍্যাল এনফিল্ড (Royal Enfield) বা কেটিএম (KTM) বাইক কেনার স্বপ্ন দেখে থাকে। যাঁরা রয়‍্যাল এনফিল্ডের প্রতি আসক্ত, তাঁরা এর রেঞ্জ, ফিচার্স, স্পেসিফিকেশন, মূল্য (ক্যাশে ও ইএমআই) সংক্রান্ত তথ্য ইতিমধ্যে ঘেঁটে রাখেন।

গাড়ি কেনার কথা ভাবলেই হয় না। আর্থিক সামর্থ্যও মেপে দেখতে হয়। আজকাল নগদে কেনা ছাড়াও খুব সহজে ইএমআই (EMI) দিয়েও কেনা যায়। এক্ষেত্রে ইন্স্যুরেন্স (Insurance), আরটিও (RTO), ইএমআই (EMI) ও ডাউনপেমেন্টের (Downpayment) মতো অপশনগুলো বিচার করতে হয়। এরপরে দেখতে হয় নিজের মাসিক আয়ের পরিমাণ। বর্তমানে সবচেয়ে চর্চায় রয়েছে রয়‍্যাল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350)। এর মেট্রো রেবেল ভ্যারিয়েন্ট (Metro Rebel Variant) আবার বাইক প্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকের প্রতিবেদনে এই বাইকের দাম (শো রুম ও অন রোড) ও ইএমআই-এর পরিমাণের পাশাপাশি ইচ্ছুক ক্রেতার মাসিক আয়ের পরিমাণ ঠিক কতটা হওয়া দরকার সবটাই আলোচনা করা হল।

Advertisements

Royal Enfield Hunter 350

রয়‍্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মেট্রো রেবেল ভ্যারিয়েন্টের দাম (Royal Enfield Hunter 350 Metro Rebel Variant Price)

১. এক্স-শো রুম প্রাইস: কলকাতায় এক্স-শোরুমে এর দাম ১,৭৪,৬৫৫ টাকা।
২. অন-রোড প্রাইস: কলকাতায় এর অন-রোড প্রাইস পড়বে ২,০৩,৭২৭ টাকা। এক্ষেত্রে আরটিও (RTO) ও ইন্স্যুরেন্স (Insurance) খরচ পড়বে ১৮,৩৮৮ টাকা ও ১০,৬৮৪ টাকা।

ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন (Financial Calculation)

নগদ কিনলে একেবারেই মিটিয়ে দেওয়া যায় বাইকের দাম। কিন্ত আপনি যদি ইএমআই দিয়ে কিনতে চান, আপনার সুবিধার জন্য ডাউনপেমেন্টের পরিমাণ ১০ হাজার ধরে ইএমআই ও মাসিক আয়ের একটা আনুমানিক হিসাব নীচে দেওয়া হল।
১. ডাউনপেমেন্ট: ডাউনপেমেন্টের পরিমাণ মোটামুটি ১০ হাজার টাকা।
২. ঋণের পরিমাণ: ১০ হাজার টাকা ডাউনপেমেন্ট করলে মোট ঋণের পরিমাণ দাঁড়াবে মোটামুটি ২ লক্ষ ৬২ হাজার টাকা।
৪. মেয়াদ: ঋণের মেয়াদ ৩ বছর।
৫. সুদের হার: ১০%।
৬. ইএমআই: এই অবস্থায় ১০ হাজার টাকা ডাউনপেমেন্ট করে ১০% সুদের হারে ১ লক্ষ ৯৪ হাজার টাকা ঋণ নিলে সুদ সহ বাইকটির মোট দাম দাঁড়াবে মোটামুটি ২ লক্ষ ৬২ হাজার টাকার মতো। এক্ষেত্রে প্রত্যেক মাসে দিতে হবে মোটামুটি ৭ হাজার টাকা।
৭. তেল ও মেইনটেইনেন্স খরচ: বাইকের ইএমআই বাদেও তেল এবং মেন্টেইনেন্স খরচ হিসাবে ২-৩ হাজার টাকা খরচ হবেই। মোট হিসাবে করলে প্রত্যেক মাসে বাইকটির পিছনে খরচ হবে ১০ হাজার টাকা।

Royal Enfield Hunter 350

উল্লেখ্য, বাইক কেনার সময়ে অবশ্যই পকেটের অবস্থার দিকেও তাকাতে হবে। খেয়াল রাখতে হবে, বাইকের দামের পরিমাণ যেন আপনার বার্ষিক উপার্জনের ৪০% না পেরিয়ে যায়। এই শর্তে একটি রয়‍্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মেট্রো রেবেল ভ্যারিয়েন্ট কেনার জন্য আপনার মাসিক আয় কমপক্ষে ২৫-৩০ হাজার টাকা হতেই হবে। আপনি আরও ঋণ নিয়ে থাকলে সেটা মোট বার্ষিক উপার্জনের মোট পরিমাণ থেকে বাদ দিয়ে ধরতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements