রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Bhabishyat Credit Card Scheme: রাজ্যের 2 লাখ মানুষ পাবে ৫ লক্ষ করে টাকা, কারা পাবেন? জেনে নিন

Bhabishyat Credit Card Scheme: বাংলায় নানান রকমের প্রকল্প রয়েছে। শিশু ও বয়স্ক ব্যক্তিদের পাশাপাশি বেকার যুবক-যুবতীদের জন্যেও প্রকল্প লঞ্চ করা হয়েছে রাজ্য সরকারের তরফে (State Government)। প্রকল্পটির অধীনে ৫ লক্ষ…

Advertisements

Bhabishyat Credit Card Scheme: বাংলায় নানান রকমের প্রকল্প রয়েছে। শিশু ও বয়স্ক ব্যক্তিদের পাশাপাশি বেকার যুবক-যুবতীদের জন্যেও প্রকল্প লঞ্চ করা হয়েছে রাজ্য সরকারের তরফে (State Government)। প্রকল্পটির অধীনে ৫ লক্ষ টাকা করে পেয়ে রাজ্যের প্রায় ২ লক্ষ যুবক-যুবতী উপকৃত হবেন। মূলত যুবক-যুবতীদের স্বনির্ভর করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আবেদন চলছে। প্রকল্পের (Bhabishyat Credit Card Scheme) সুবিধা পেতে ঝটপট আবেদন করে ফেলতে হবে। নিম্নে এই বিষয়ে বিস্তারে আলোচনা করা হল।

আবেদনের যোগ্যতা: (Eligibility to apply Bhabishyat Credit Card Scheme)

১. কোনো বিশেষ শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি।
২. আবেদনের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হলেই আবেদন করতে পারবেন।
৩. আবেদনকারীর বয়স ৫৫ বছরের বেশি হওয়া যাবে না।
৪. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা (কমপক্ষে ১০ বছরের) হতে হবে।
৫. কর্মসাথী প্রকল্পে আবেদন করার পরেও সুবিধা না পেয়ে থাকলে এই ভবিষ্যৎ ক্রেডিট  কার্ড স্কিম প্রকল্পে আবেদন করা যাবে।

Advertisements

Mamata Banerjee

আবেদনের প্রক্রিয়া: (Application Process of Bhabishyat Credit Card Scheme)

অফলাইন ও অনলাইন দুইভাবেই আবেদন করা সম্ভব। নিম্নে দুই উপায় নিয়ে আলোচনা করা হল।
● অফলাইন:
১. জেলা শিক্ষাকেন্দ্র, বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে আবেদনপত্র জমা দেওয়া সম্ভব।
২. কোনো একটা পরিবার থেকে সর্বোচ্চ এক জন সদস্যই আবেদন করার সুযোগ পাবেন।
● অনলাইন:
১. প্রথমে যেতে হবে এই ওয়েবসাইট https://bccs.wb.gov.in/home.html-এ গিয়েও আবেদন করা সম্ভব।
২. ওয়েবসাইটে গিয়ে হোমপেজে থাকা ‘অ্যাপ্লাই’ (Apply) বাটনে ক্লিক করতে হবে।
৩. সামনে রেজিস্ট্রেশন করার পেজ দেখতে পাওয়া যাবে। সেই পেজে গিয়ে নিজের নাম, বৈধ ইমেল আইডি ও বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।
৪. এরপরে আবেদনপত্রের পেজ পেলে ফাঁকা স্থানগুলোতে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

Bhabishyat Credit Card Scheme

সুবিধা: (Benefits of Bhabishyat Credit Card Scheme)

১. ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া সম্ভব হবে।
২. গ্যারেন্টার রাজ্য সরকার হবে।
৩. সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা দেবে।
৪. বাকি ৮৫% টাকার গ্যারেন্টার হবে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ: ( Bhabishyat Credit Card Scheme Application important date)

১. আবেদন শুরু- ২রা নভেম্বর।
২. আবেদন শেষ- ১০ নভেম্বর।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements