রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য 10 হাজার টাকা দিচ্ছে SBI, কিভাবে পাবেন? জেনে নিন

SBIF Asha Scholarship: দরিদ্র মেধাবী পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দিতে সারা দেশজুড়ে একাধিক সরকারি ও বেসরকারি স্কলারশিপ আছে। বেসরকারি স্কলারশিপের যোগ্যতা পূরণ করতে পারলেই আবেদন জানানো সম্ভব। আজকের প্রতিবেদনে…

Advertisements

SBIF Asha Scholarship: দরিদ্র মেধাবী পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দিতে সারা দেশজুড়ে একাধিক সরকারি ও বেসরকারি স্কলারশিপ আছে। বেসরকারি স্কলারশিপের যোগ্যতা পূরণ করতে পারলেই আবেদন জানানো সম্ভব। আজকের প্রতিবেদনে আলোচিত বেসরকারি স্কলারশিপের নাম হল ‘এসবিআইএফ আশা স্কলারশিপ প্রোগ্রাম’ (SBIF Asha Scholarship Programme)। এসবিআই ফাউন্ডেশনের এই স্কলারশিপে দেশের সবাই আবেদন জানাতে পারেন। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল।

SBIF Asha Scholarship

এসবিআইএফ আশা স্কলারশিপে আবেদনের যোগ্যতা (Eligibility to apply for of SBIF Asha Scholarship)

১. পড়ুয়াকে ষষ্ঠ শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে কোনো একটিতে পড়তে হবে।
২. আগের ক্লাসের বার্ষিক গড় নম্বর যথাক্রমে ৭৫% হতে হবে।
৩. পরিবারে উপার্জনকারী ব্যক্তির বার্ষিক আয়ের পরিমাণ ৩ লক্ষের বেশি হওয়া যাবে না।

Advertisements

এসবিআইএফ আশা স্কলারশিপের সুবিধা (Benefits of SBIF Asha Scholarship)

এই স্কলারশিপে এক বছরে ১০ হাজার টাকা পাওয়া যাবে।

প্রয়োজনীয় নথিপত্র (SBIF Asha Scholarship Required documents)

১. আগের ক্লাসের মার্কশিট।
২. আধার কার্ড।
৩. আয়ের শংসাপত্র।
৪. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস।
৫. ক্লাসে ভর্তি হওয়ার প্রমাণ।
৬. আবেদনকারীর ফটো।

SBIF Asha Scholarship

আবেদনের প্রক্রিয়া (Application Process)

১. গুগলে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ‘বাডি ফর স্টাডি’ (Buddy 4 Study) ওয়েবসাইট।
২. ওয়েবসাইটের ঠিকানা হল- www.buddy4study.com
৩. রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে।
৪. এরপরে ‘অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পেজ’ (Online Application Form Page)-এ ক্লিক করতে হবে।
৫. এরপরে সামনে ‘এসবিআইএফ আশা স্কলারশিপ প্রোগ্রাম ফর স্কুল স্টুডেন্টস ২০২৩’ (SBIF Asha Scholarship Programme for School Students 2023)-এর পেজ খুলে যাবে।
৬. সেখানে ফাঁকা স্থানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
৭. দরকারি নথিপত্র আপলোড করতে হবে।
৮. এরপরে ‘টার্মস এন্ড কন্ডিশন’ (Terms & Condition)-এ সম্মতি জানাতে হবে এবং ‘প্রিভিউ’ (Preview)-তে ক্লিক করতে হবে।
৮. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements