রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Reliance Foundation Scholarships: দুস্থ-মেধাবীদের বছরে 2 লক্ষ করে টাকা দেবে মুকেশ আম্বানি, রইল আবেদন পদ্ধতি

Reliance Foundation Scholarships: কলেজে উঠলে পড়াশোনার খরচ একলাফে অনেকটা বেড়ে যায়। এই অবস্থায় দুঃস্থ পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করতে পারে দেশের স্কলারশিপগুলি। সরকারির পাশাপাশি একাধিক বেসরকারি স্কলারশিপ উপলব্ধ রয়েছে…

Advertisements

Reliance Foundation Scholarships: কলেজে উঠলে পড়াশোনার খরচ একলাফে অনেকটা বেড়ে যায়। এই অবস্থায় দুঃস্থ পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করতে পারে দেশের স্কলারশিপগুলি। সরকারির পাশাপাশি একাধিক বেসরকারি স্কলারশিপ উপলব্ধ রয়েছে ভারতে। নিম্নে এমনই এক স্কলারশিপের নিয়ে বিস্তারে আলোচনা করা হল।

Mukesh Ambani

Advertisements

স্কলারশিপটির নাম হল রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপ (Reliance Foundation Undergraduate Scholarship)। চলুন স্কলারশিপটির বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক।

Reliance Foundation Scholarships:

রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপে আবেদনের যোগ্যতা (Eligibility for Reliance Foundation Scholarships)

১. আবেদনকারী পড়ুয়া ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক।
২. উক্ত পড়ুয়ার উচ্চমাধ্যমিকের নম্বর ৬০% বা তাঁর বেশি হতেই হবে।
৩. ভারতের অধীনে থাকা কোনো বিশ্ববিদ্যালয়ের কলেজে পূর্ণ সময়ের গ্র্যাজুয়েশন নামক অ্যাকাডেমিক কোর্সে ভর্তি হতে হবে। অর্থাৎ আবেদন করার সময়ে আন্ডার গ্রাজুয়েট হিসাবে কলেজের প্রথম বর্ষের পড়া চালিয়ে যেতে হবে।
৪. আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজারের বেশি হওয়া যাবে না।

রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপের পরিমাণ (Reliance Foundation Scholarships)

১. এই স্কলারশিপের অধীনে পড়ুয়ারা সর্বোচ্চ বার্ষিক ২ লক্ষ টাকা পেতে পারেন।
২. আবেদনকারী পড়ুয়া শারীরিকভাবে প্রতিবন্ধী হলে স্কলারশিপ পাওয়ার প্রতিযোগিতায় অগ্রাধিকার পাবেন।
৩. আবেদনকারী পড়ুয়া মেয়ে হলেও অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Scholarship for College Student

রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপে আবেদন করার প্রক্রিয়া (How to apply for Reliance Foundation Scholarships)

১. আবেদন করার জন্য পড়ুয়াকে রিলায়েন্স ফাউন্ডেশনের ওয়েবসাইটে যেতে হবে।
২. ওয়েবসাইটে খুঁজতে হবে ইউজি স্কলারশিপের (UG Scholarship) অপশন। এই উক্ত অপশনে ক্লিক করার পরে ক্লিক করতে হবে ‘অ্যাপ্লাই নাও’ (Apply Now) বাটনে।
৩. তারপরে দেখতে পাওয়া যাবে আবেদনপত্র। এই আবেদনপত্র ভালো করে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
৪. এক্ষেত্রে বৈধ ইমেল আইডি ও বৈধ মোবাইল নম্বর থাকতেই হবে।

 

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements