PMASBY: দেশের নাগরিকদের হিতে ভেবে নানান রকমের যোজনা লঞ্চ করা হয় কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে। এইবার সাধারণ মানুষ যাতে ভালোভাবে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর সুবিধা উপভোগ করতে পারে, সেইজন্যেও একটি প্রকল্পের লঞ্চ করা হল। ২০২১ সালে চালু হওয়া এই প্রকল্পকে কেন্দ্র করে নিম্নে বিস্তারে আলোচনা করা হল।
প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা (PMASBY)
এই যোজনার মূল উদ্দেশ্য হল স্বাস্থ্যসেবার পরিকাঠামোকে উন্নত করা। উল্লেখ্য, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জোয়ার আনার চেষ্টা শুধুমাত্র রাজ্য স্তরে নয়, প্রাথমিক স্তরেও করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনার উদ্দেশ্য (Purpose of PMASBY)
১. আধুনিক ও উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র নগরাঞ্চলে গড়ে তোলা।
২. প্রাথমিক স্তরে ডায়াগনস্টিক পরিষেবা উন্নত করা।
৩. ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার্দের সঠিক প্রশিক্ষণ দেওয়া।
৪. গ্রামীণ ও শহরাঞ্চলে স্বাস্থ্য পরিষেবার থাকা খামতি পূরণ করা।
৫. ল্যাবটারিগুলোকে উন্নত প্রযুক্তিগত পরিকাঠামো দেওয়ার মাধ্যমে দেশজুড়ে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীক একটি নেটওয়ার্ক তৈরি করা।
৬. জেলা স্তরের বিভিন্ন হাসপাতালের পরিকাঠামোকে সাধারণ জনগণের জন্য সম্পূর্ণরূপে উপলব্ধ করা।
৭. স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপলব্ধতা বাড়িয়ে তোলা।
যোজনার সুবিধা পাওয়ার জন্য যোগ্য কারা? (Eligibility for Purpose of PMASBY)
দেশে এখনও পর্যন্ত মোট প্রায় ১৭ হাজার ৭৮৮ টি স্বাস্থ্য কেন্দ্র আছে। এই সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে ভারতের সমস্ত নাগরিকদের জন্য পরিষেবা উপলব্ধ করার পাশাপাশি আরও ১০টি রাজ্যে নতুন স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনার সুবিধা দেশের সমস্ত নাগরিক উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা সীমাবদ্ধতা আরোপ করা হয়নি।