রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

রান্নার গ্যাসের ভর্তুকির টাকা ঢুকছে না? এই পদ্ধতি অনুসরণ করলে সহজেই মিলবে টাকা

LPG Cylinder Subsidy: এলপিজি গ্যাস সিলিন্ডারে আগের তুলনায় আরও বেশি ভর্তুকি দেওয়া হচ্ছে। পূর্বে ভর্তুকির পরিমাণ ২০০ টাকা ছিল। এই ভর্তুকিতেই আরও ১০০ টাকা যোগ করা হয় এবং মোট ভর্তুকির…

Advertisements

LPG Cylinder Subsidy: এলপিজি গ্যাস সিলিন্ডারে আগের তুলনায় আরও বেশি ভর্তুকি দেওয়া হচ্ছে। পূর্বে ভর্তুকির পরিমাণ ২০০ টাকা ছিল। এই ভর্তুকিতেই আরও ১০০ টাকা যোগ করা হয় এবং মোট ভর্তুকির পরিমাণ করে দেওয়া হয় ৩০০ টাকা। যদিও এই ভর্তুকি সমস্ত গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীরা পাবেন না। শুধুমাত্র উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) উপভোক্তারাই পাবেন।

LPG Cylinder Subsidy

Ujjwala Yojana 2023

কেন্দ্রীয় সরকারের তরফে উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana 2023) প্রবর্তন করা হয়েছে মূলত দরিদ্র পরিবারের মহিলাদের সাহায্য করার জন্য। এই যোজনার মাধ্যমে মহিলারা বিনামূল্যে গ্যাসের সংযোগ পেয়ে থাকেন এবং পরবর্তীকালে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার পান। সরকারের তরফে ভর্তুকি দেওয়ার বিধি থাকলেও বেশ কিছু উপভোক্তাদের মুখে মাঝে মধ্যেই ভর্তুকি না পাওয়ার অভিযোগ পাওয়া যায়। কেউ কেউ আবার দাবি করেছেন যে, তাঁরা ভর্তুকি হিসাবে কম টাকা পাচ্ছেন।

Advertisements

LPG Gas Cylinder Subsidy

বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৯৬০ টাকা। ৩০০ টাকার ভর্তুকি পেলে দাম হয়ে যায় ৬৬০ টাকা। অনেকেই জানেন না, ভর্তুকির টাকা অনলাইন মাধ্যমে চেক করা সম্ভব। কীভাবে চেক করা যায়? চলুন জেনে নেওয়া যাক।

LPG Cylinder Subsidy

কীভাবে অনলাইনে ভর্তুকি চেক করা যায়? (How to check subsidy online?)

১. প্রথমে যেতে হবে https://cx.indianoil.in/EPICIOCL/faces/GrievanceMainPage.jspx ওয়েবসাইটে।
২. সেখানে দেখতে পাওয়া যাবে ‘এলপিজি’ (LPG) অপশন। সেখানে ক্লিক করলেই দেখা মিলবে ‘সাবসিডি’ (Subsidy) অপশনের।
৩. তিনটি অপশন দেখতে পেলে সেখানে ভর্তুকি না পাওয়ার বিকল্পটি বেছে নিতে হবে।
৪. এরপরে গ্যাসের আইডি কানেক্ট করতে হবে অথবা নিজের রেজিস্টার্ড ফোন নং দিতে হবে।
৫. সমস্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে সামনে দেখা যাবে ভর্তুকি সম্পর্কিত তথ্যগুলি।
৬. জানিয়ে রাখি, লাস্ট ৫টি বুকিং সংক্রান্ত তথ্যগুলো দেখতে পাওয়া যাবে।
৭. এবার এর ভিত্তিতে আপনি আপনার অভিযোগ জানাতে পারবেন।
৮. কোনো সমস্যা হলে স্থানীয় ডিস্ট্রিবিউটরের কাছেও তা জানানো যেতে পারে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements