রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

কম্পিউটার জানা থাকলেই চাকরি, পোস্ট অফিসে প্রচুর লোক নিচ্ছে, এভাবে আবেদন করুন

Post Office Recruitment: প্রকাশ্যে নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় ডাক বিভাগের (Indian Post) তরফে। একাধিক পদে নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট। শূন্যপদের সংখ্যা (Number of Vacancies), যোগ্যতা (Eligibility),…

Advertisements

Post Office Recruitment: প্রকাশ্যে নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় ডাক বিভাগের (Indian Post) তরফে। একাধিক পদে নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট। শূন্যপদের সংখ্যা (Number of Vacancies), যোগ্যতা (Eligibility), বেতন (Salary) সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিম্নে দেওয়া হল।

পদের নাম  পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (Postal Assistant), সর্টিং অ্যাসিস্ট্যান্ট (Sorting Assistant), পোস্টম্যান (Postman), মেল গার্ড (Mail Guard), মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff)
সংগঠক Indian Post
শূন্যপদ ১. পোস্টাল অ্যাসিস্ট্যান্ট: ৭০টি পদে নিয়োগ করা হবে।
২. সর্টিং অ্যাসিস্ট্যান্ট: ১১টি পদে নিয়োগ করা হবে।
৩. পোস্টম্যান: ৭৫টি পদে নিয়োগ করা হবে।
৪. মেল গার্ড: ১টি পদে নিয়োগ করা হবে।
৫. মাল্টি টাস্কিং স্টাফ: ২৮টি পদে নিয়োগ করা হবে।
বয়স ১৮ থেকে ২৭ বছর
আবেদন মাধ্যম অনলাইন

 

Advertisements

Indian Post Recruitment

বেতনের পরিমাণ (Salary Amount)

১. পোস্টাল অ্যাসিস্ট্যান্ট: বেতনের পরিমাণ ২৫,০০০-৮১,১০০ টাকা হতে পারে।
২. সর্টিং অ্যাসিস্ট্যান্ট: বেতনের পরিমাণ ২৫,০০০-৮১,১০০ টাকা হতে পারে।
৩. পোস্টম্যান: বেতনের পরিমাণ ২১,৭০০-৬৯,১০০ টাকা হতে পারে।
৪. মেল গার্ড: বেতনের পরিমাণ ২১,৭০০-৬৯,১০০ টাকা হতে পারে।
৫. মাল্টি টাস্কিং স্টাফ: বেতনের পরিমাণ ১৮,০০০-৫৬,৯০০ টাকা হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

১.পোস্টাল অ্যাসিস্ট্যান্ট:

● স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
● কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকতে হবে।

২. সর্টিং অ্যাসিস্ট্যান্ট:

● স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
● কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকতে হবে।

৩. পোস্টম্যান:

● স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
● স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট পোস্টাল সার্কেলের স্থানীয় ভাষা জানতে হবে।
● কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকতে হবে।
● হালকা গাড়ি তথা দুচাকার গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

৪. মেল গার্ড:

● স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
● স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট পোস্টাল সার্কেলের স্থানীয় ভাষা জানতে হবে।
● কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকতে হবে।

৫. মাল্টি টাস্কিং স্টাফ:

● স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

Indian Post Recruitment

আবেদন মূল্য (Application Fee)

১. আবেদন মূল্য হিসাবে ১০০ টাকা দিতে হবে।
২. আবেদনকারী মহিলা, তৃতীয় লিঙ্গ বিশিষ্ট হলে ফী দিতে হবে না। আবার এসি, এসটি, পিডব্লিউডি ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদেরও আবেদন মূল্য দিতে হবে না।

আবেদন প্রক্রিয়া (Application Process of Post Office Recruitment)

ভারতীয় ডাকের (India Post) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:

১. শুরু তারিখ- ১০.১১.২০২৩
২. শেষ হওয়ার তারিখ- ০৯.১২.২০২৩

Official Website: Click Here

Official Notification: Click Here

Apply Now: Click Here

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements