HS Exam New Rule: অনেক সময়েই দেখা যায় উচ্চ মাধ্যমিক সংক্রান্ত কোনো নথিতে প্রিন্ট হওয়া তথ্য ভুল এসেছে। আবার কখনও এইচএস (HS) সংক্রান্ত নথি হারিয়ে গেলে বা কোনোভাবে নষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট জোগাড় করার দরকার হয়। এই অবস্থায় নথি পেতে গিয়ে বা সংশোধন করতে গিয়ে এদিক-ওদিক দৌড়াদৌড়ি করে নাজেহাল হয়ে যায় পড়ুয়ারা।
তবে এবার এই পরিস্থিতি থেকেই পড়ুয়াদের উদ্ধার করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে ঘোষণা করা হল নয়া নিয়ম। এই নিয়মের অধীনে লঞ্চ করা হয়েছে অনলাইন ব্যবস্থা। এই ব্যবস্থার দৌলতে খুব সহজেই HS Duplicate Document বের করা যাবে বা ভুল সংশোধন (HS Document Correction) করা যাবে। নিম্নে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
উচ্চ মাধ্যমিক সংক্রান্ত নয়া নিয়ম (HS Exam New Rule)
১. উচ্চ মাধ্যমিক সংক্রান্ত কোনো নথিপত্র সংশোধন করার জন্য পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক সংসদের অফিসে যেতে হবে না। অর্থাৎ বাড়িতে বসেই কাজ হয়ে যাবে তথা নথিপত্র আপডেট করা সম্ভব হবে।
২. নয়া নিয়ম কার্যকরী হয়ে গেছে ২০২৩ সালের ১লা সেপ্টেম্বর থেকেই।
৩. এই নিয়মের দৌলতে খুব সহজেই ওয়েবসাইটে গিয়ে উচ্চমাধ্যমিক সংক্রান্ত দরকারি নথি পাওয়া যাবে বা কোনো ভুল সংশোধন করার জন্য আবেদন করা যাবে।
(HS Exam New Rule) How to Apply for HS document correction Online?
১. সংসদের তরফে চালু করা হয়েছে অনলাইন স্টুডেন্ট পোর্টাল (Online Student Portal)।
২. আবেদনকারীকে অনলাইনে আবেদন জানানোর জন্য যেতে হবে www.wbchseapp.wb.gov.in নামক ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে উচ্চমাধ্যমিক নথি সংক্রান্ত একটি অতিরিক্ত অংশ যুক্ত করা হয়েছে।
৩. উক্ত অংশে গিয়ে ব্যবহার করতে হবে স্টুডেন্ট আইডি এবং একটি অ্যাকাউন্ট বানাতে হবে। উক্ত অ্যাকাউন্ট বানানোর মাধ্যমেই বাকি কাজ করা সম্ভব হবে।
উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের অনলাইন পরিষেবা (WBCHSE online portal)
১. বর্তমানে অফলাইনে ও অনলাইনে উভয়ভাবে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের পরিষেবা উপলব্ধ থাকলেও পরবর্তীকালে অফলাইনে ব্যবসা পুরোপুরিভাবে বন্ধ করা হবে। দাবি করা হয়েছে, এই ইস্যুতে রাজ্য জুড়ে অনলাইন ব্যবস্থা কার্যকরী হয়ে গেলেই ভবিষ্যতে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য শুধুমাত্র অনলাইন ব্যবস্থা চালু থাকবে।
২. www.wbchseapp.wb.gov.in এই পোর্টালে যে সমস্ত পরিষেবা পাওয়া যাবে, সেটির তালিকা তুলে ধরা হল। এর মধ্যে উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড (HS Admit Card), রেজিস্ট্রেশন কার্ড (Registration Card), শংসাপত্র (Certificate), মার্কশিট (Marksheet) অন্যতম।
৩. উল্লিখিত বিষয়ে ডুপ্লিকেট নথি জোগাড় থেকে ভুল সংশোধন সবই করা যাবে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের অনলাইন পোর্টালে।
৪. এই পোর্টালের সুবিধা যে শুধুমাত্র নতুন স্টুডেন্টরাই পাবেন, তা নয়। পুরোনো স্টুডেন্টরাও এই পোর্টালকে প্রয়োজনে কাজে লাগাতে পারেন। এরজন্য পরীক্ষার্থীদের আর দৌড়াদৌড়ি করতে হবে না।