HS Exam Update:এবার সেমিস্টার সিস্টেম চালু উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও! এই নয়া পরীক্ষা ব্যবস্থা চালু হবে ২০২৬ সাল থেকে। সেমিস্টার পরীক্ষা ব্যবস্থায় বছরে দুইবার পরীক্ষা দেবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা (HS Semester)। এই খবর প্রকাশ্যে আসতেই তা চর্চার বিষয় হয়ে উঠেছে।
উচ্চমাধ্যমিক একজন পড়ুয়ার জীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষা। প্রথম বড়ো পরীক্ষার তকমা তো মাধ্যমিক পরীক্ষাই ছিনিয়ে নিয়েছে। বহু বছর আগে মাধ্যমিক পরীক্ষার রীতিতে বদল আনা হয়েছিল মাধ্যমিকের সিলেবাস থেকে নবম শ্রেণীর সিলেবাস বাদ দিয়ে। এবার সেই রকমেরই বড়ো ধরণের পরিবর্তন আনা হল উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HS New Exam Pattern)। তবে এক্ষেত্রে সিলেবাসমূলক কোনো বদল আনা হয়নি। এইবারে পরিবর্তন আনা হয়েছে পরীক্ষার ধাঁচে।
এই বিষয়ে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য, যে সমস্ত পড়ুয়ারা ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উঠবে এবং ২০২৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে, তাঁরাই প্রথমবার একাদশ শ্রেণীর পরীক্ষা ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সেমিস্টার ব্যবস্থার অধীনে দেবে। এই ব্যবস্থার অধীনে বছরে দুবার পরীক্ষা দিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে। উল্লেখ্য, এই সেমিস্টার সিস্টেম বাংলায় নতুন নয়। এটি ইতিমধ্যে এই রাজ্যের কলেজগুলোতে চালু আছে।
(HS Exam Update) উচ্চমাধ্যমিক সেমিস্টার পরীক্ষা কবে কখন হবে?
সেমিস্টার ব্যবস্থায় প্রথম পরীক্ষা হবে নভেম্বর মাসে এবং দ্বিতীয় পরীক্ষা হবে মার্চ মাসে।
১. উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টার (HS 1st Semester): এই পরীক্ষায় এমসিকিউ (MCQ) তথা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (Multiple Choice Question) থাকবে এবং এর উত্তর ওএমআর শীটে (OMR Sheet) দিতে হবে।
২. উচ্চমাধ্যমিক দ্বিতীয় সেমিস্টার (HS 2nd Semester): এই পরীক্ষায় ছোট প্রশ্ন থাকার পাশাপাশি বড়ো প্রশ্নও থাকবে।
(HS Exam Update) সেমিস্টার পদ্ধতিতে চূড়ান্ত নম্বর নির্ধারণ করা হবে কীভাবে?
চূড়ান্ত নম্বর নির্ধারণ করার জন্য দুটি সেমিস্টারের নম্বরই নেওয়া হবে। যদিও এর অনুপাত এখনও জানানো হয়নি।
সংসদের সভাপতি কথায়, উচ্চমাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন রাজ্যের শিক্ষানীতির ঊর্ধ্বে করা হয়নি, নীতি অনুসারেই করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যে এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। বিধানসভায় বিল পাশ হওয়ার অপেক্ষা, এরপরেই সেমিস্টার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়মাবলী ও অন্যান্য বিষয় কেন্দ্রীক সিদ্ধান্ত গৃহীত হবে।