HS Exam Update: ওএমআর শীট (OMR Sheet) এবার চালু হবে উচ্চমাধ্যমিকে! বেশ কিছুদিন ধরে চলতে থাকা জল্পনাই এবার সত্যি হতে চলেছে। সূত্রেই খবর অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ওএমআর শীট চালু হওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্তভাবে নেওয়া হয়েছে। এই ইস্যুতে সংসদের বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। উল্লেখ্য, ওএমআর (OMR) শীট চলতি উচ্চমাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় চালু হবে না। এটি উপলব্ধ হবে আগামী উচ্চমাধ্যমিক বর্ষ থেকে। উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রীক এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই হুলুস্থূলুস কাণ্ড শিক্ষামহলে।
সূত্রের খবর অনুযায়ী, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সেমিস্টার ব্যবস্থার অধীনে পরীক্ষা দিতে হবে। এই নয়া পরীক্ষা ব্যবস্থায় (HS Exam New Pattern) বছরে দুইবার পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদেরকে। উল্লেখ্য, এই পরীক্ষা ব্যবস্থা শুধুমাত্র দ্বাদশ শ্রেণীতেই নয়, একাদশেও চালু হবে। অর্থাৎ ২০২৪ সালে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে উঠবে, তারাই প্রথমবার সেমিস্টার ব্যবস্থার অধীনে পরীক্ষা দেবে।
এই দুই পরীক্ষা প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টার হিসাবে পরিচিতি লাভ করতে পারে। প্রথম সেমিস্টারটি হবে নম্ভেম্বর মাসে এবং দ্বিতীয়টি হবে মার্চে। এর মধ্যে প্রথম সেমিস্টারে থাকবে শুধুই এমসিকিউ (MCQ) অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (Multiple Choice Question)। এই এমসিকিউ সমৃদ্ধ প্রশ্নপত্রের উত্তরই ওএমআর শীটে (HS Exam OMR Sheet) দিতে হবে।
এদিকে ওএমআর শীট (HS Exam OMR Sheet) চালু হওয়া প্রসঙ্গে দুইভাগে বিভক্ত হয়ে গেছে রাজ্যের শিক্ষামহল। একাংশ যেখানে পরীক্ষার নয়া ধাঁচকে স্বাগত জানিয়েছেন, সেখানে অপর অংশ ওএমআর শীটের বিষয়ে সিঁদুরে মেঘ দেখছেন। দুর্নীতির অভিযোগ তুলে অনেকেই মূল্যায়ন ব্যবস্থার উপরে প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছেন। কিছু শিক্ষাবিদদের মতে, ওএমআর শীট ব্যবস্থা চালু হলে স্কুলে অভ্যস্ত হয়ে যাওয়ার দরুণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আর সমস্যায় পড়তে হবে না পরীক্ষার্থীদের।
ওএমআর শীটে সাধারণত নির্দিষ্ট প্রক্রিয়া মেনে দাগ দিতে হয়। এই অবস্থায়, সাবধানতা অবলম্বন না করলে সেই উত্তর বাতিল হয়ে যেতে পারে। এই বিষয়কে কেন্দ্র করে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে অবশ্য শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, পড়ুয়াদের ওএমআর শীটে অভ্যস্ত করার প্রশিক্ষণ সংশ্লিষ্ট স্কুলের তরফে দেওয়া হবে। প্রয়োজনে করা হতে পারে মক টেস্টের আয়োজনও। জানা গেছে, উচ্চমাধ্যমিক সংসদ সম্পূর্ণ প্রক্রিয়াকে কেন্দ্র করে খসড়া তৈরি করার কাজ শুরু করে দিয়েছে।