HS Semester New Rule: ইতিমধ্যে জানা গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার পদ্ধতির কথা (Semester System in HS)। বছরে ঠিক কতবার হবে, ঠিক কখন কখন হবে এবং কেমন ধরণের প্রশ্ন করা হবে এইসব বিষয়ে জানতে পারা গেলেও চূড়ান্ত মূল্যায়ন (HS semester system result calculation) ঠিক কীভাবে হবে, তা এতদিন জানা যায়নি। তবে এবার এই বিষয়ে কিছুটা আভাস পাওয়া গেল।
(HS Semester New Rule) কোন বর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবেন?
উচ্চমাধ্যমিকের সেমিস্টার সিস্টেম শুরু হবে ২০২৪-২৫ বর্ষের একাদশ শ্রেণীর পরীক্ষার্থী এবং ২০২৫-২৬ বর্ষের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের হাত ধরে।
(HS Semester New Rule) সেমিস্টার সিস্টেমে বছর কতবার পরীক্ষা হবে?
উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার সিস্টেমে (HS exam semester system) বছরে মোট দুবার পরীক্ষা হবে। প্রথম সেমিস্টার হবে নভেম্বরে এবং দ্বিতীয় সেমিস্টার হবে ফেব্রুয়ারি-মার্চ মাসে। ১ম সেমিস্টারে MCQ এবং ২য় সেমিস্টারে ছোট-বড়ো মিলিয়ে প্রশ্ন থাকবে। যদিও প্র্যাকটিক্যাল একটাই হবে।
(HS Semester New Rule) সেমিস্টার পরীক্ষায় কেন্দ্রের নিয়ম
সেমিস্টার পরীক্ষাকে কেন্দ্র করে এর আগে প্রকাশ্যে আসার কেন্দ্রের নিয়মে বলা হয়েছিল যে, দুই সেমিস্টারের মধ্যে পরীক্ষার্থীরা যে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবে, সেই নম্বরটি চূড়ান্ত নম্বর হিসাবে গণ্য করা হবে। এই নিয়ম মানতে নারাজ রাজ্য সরকার। চলুন জেনে নেওয়া যাক, রাজ্য সরকার কী বলছে।
(HS Semester New Rule) সেমিস্টার পরীক্ষায় রাজ্যের বক্তব্য
স্কুলে উচ্চমাধ্যমিকে সেমিস্টার পরীক্ষাকে কেন্দ্র করে প্রকাশ্যে নয়া রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী, রাজ্য দুই সেমিস্টারকেই সমান গুরুত্ব দিয়ে দেখছে। সেই অনুযায়ী, দুই পরীক্ষার নম্বরই চূড়ান্ত মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।