রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

টিম ইন্ডিয়া থেকে ছিটকে গেল এই জনপ্রিয় প্লেয়ার, খেলতে পারবে না ফাইনাল!

ICC World Cup 2023: আজ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ (World Cup Final Match)। এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। রবিবারে এই ম্যাচে মুখোমুখি হতে…

Advertisements

ICC World Cup 2023: আজ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ (World Cup Final Match)। এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। রবিবারে এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া (India Vs Australia)। দীর্ঘ ১২ বছর পরে আবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ১৪০ কোটির দেশ। ক্রিকেট জ্বরে কাবু এই দর্শকরাই আজকের মেগা ফাইনালের দিকে তাকিয়ে আছে।

ICC World Cup 2023

Advertisements

বিশ্বকাপ ম্যাচ হওয়ার আগেই প্রকাশ্যে এলো এক খারাপ খবর। আজকের এই ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেট টিমের (Indian Cricket Team) এক তারকা ক্রিকেটার। রবিবারে মেগা ফাইনালে তাঁর অনুপস্থিতিই চিন্তার কারণ হয়ে দাঁড়াল ভারতের কাছে। ভাবছেন হয়তো এখানে কার কথা বলা হচ্ছে। জানিয়ে রাখি, এখানে আলোচনা করা হচ্ছে ভারতীয় ক্রিকেট খেলোয়াড় হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে।

হার্দিকের চোট: (ICC World Cup 2023)

হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে মাঠে খেলতে গিয়ে পায়ে চোট পান। খেলার সময়ে পায়ের গোড়ালিতে চোট লেগে যায় তাঁর। এরপরেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাঁকে। প্রথমদিকে চোটের অবস্থা খুব একটা গুরুতর না মনে হলেও, পরে জানান দেয় তাঁর পায়ের চোটের প্রকৃত অবস্থা। বোর্ডের তরফে জানা যায়, গ্রেড ওয়ান স্তরে লিগামেন্ট ছিঁড়েছে তাঁর। তাঁর চিকিৎসা চলার পাশাপাশি এনসিএ-তে তাঁর অনুশীলনও চলতে থাকে। কিন্তু এরপরেও শেষমেশ ফাইনাল ম্যাচের আগে ফিরতে পারলেন না তিনি। সূত্রের খবর অনুযায়ী, অনুশীলন চলাকালীন ৩ বলের বেশি বোলিং তিনি করতে পারেননি।

ICC World Cup 2023

হার্দিকের প্রত্যাবর্তনে অনিশ্চয়তা: সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, বোর্ড আপাতত হার্দিকের চোটকে নিয়ে তাড়াহুড়ো করে কোনোরকমের পদক্ষেপ নিতে চাইছে না। চিকিৎসকরা ইতিমধ্যে জানিয়েছেন যে, হার্দিকের চোট আপাতত এখনই সারছে না। যার ফলে তাঁকেবিশ্বকাপের ফাইনাল ম্যাচের পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে কিনা, সন্দেহ থেকে যাচ্ছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements