রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

ICC World Cup 2023 India vs England: ইংল্যান্ড ম্যাচে ভারতীয় দলে বড়সড় বদল! ব্রিটিশদের হারাতে মোক্ষম চাল ইন্ডিয়ার

ICC World Cup 2023 India vs England: সংঘটিত হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ (India Vs England Match)। ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে লখনৌয়ে (Lucknow) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে। রবিবারে একানা ক্রিকেট…

Advertisements

ICC World Cup 2023 India vs England: সংঘটিত হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ (India Vs England Match)। ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে লখনৌয়ে (Lucknow) ইংল্যান্ডের (England) বিরুদ্ধে। রবিবারে একানা ক্রিকেট স্টেডিয়ামে (Ekana Cricket Stadium) আয়োজিত এই ম্যাচ জয়ই মূল লক্ষ্য ভারতীয় ক্রিকেট টিমের। ছয়ে ছয় করতে পারলেই সেমি ফাইনালের টিকিট প্রায় পাকা করে নেবে রোহিত শিবির।

বিপরীতে ইংল্যান্ড ইতিমধ্যে ৪টে ম্যাচ হেরে গেছে। জটিল অঙ্ক পদ্ধতি আঁকড়ে ধরেই বাঁচার আশা দেখছে ডিফেন্ডিং টিম ইংল্যান্ড। একটানা একের পর এক ম্যাচ হেরে যাওয়ার ফলে কার্যত খাদের কিনারায় দাঁড়িয়ে ব্রিটিশরা। ভারতের বিরুদ্ধে ম্যাচ না জিততে পারলে সেমি ফাইনালের তালিকা থেকে ছিটকে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ইংল্যান্ডের। পরবর্তী সমস্ত ম্যাচ জিতে গেলেও অন্য দলের পারফরম্যান্সের দিকে চেয়ে থাকতে হবে জস বাটলারের দলকে।

Advertisements

ICC World Cup 2023 India vs England

লখনৌয়ে উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। শেষবার এই মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেমে জয়ের খেতাব হাসিল করতে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের ঘাম ঝরে গেছিল। একানার ময়দান স্পিন ফ্রেন্ডলি বলেই খবর। এই অবস্থায় ভারত ও ইংল্যান্ডের জন্য একানার স্পিন সহায়ক মাঠ অপেক্ষা করছে, তা আর বুঝতে বাকি নেই কারোর।

ICC World Cup 2023 India vs England

চলতি সপ্তাহে শুক্রবারে পিচের অবশিষ্ট ঘাসও কেটে তুলে ফেলা হয়েছে। এই পিচেই ভারত ৩ স্পিনার নামাতে পারে বলে দাবি করা হয়েছে। এই অবস্থায় তালিকায় কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার নামের পাশাপাশি রবীচন্দ্রণ অশ্বিনের নাম যুক্ত হতে পারে বলে দাবি করা হয়েছে। যদিও অশ্বিনের নাম জুড়তে গিয়েই কঠিন সিদ্ধান্ত নিতে হবে দলীয় ম্যানেজমেন্ট টিমকে। অশ্বিনকে রবিবারে ম্যাচে খেলাতে গেলে মহম্মদ সিরাজ বা মহম্মদ শামীকে বসাতে হবে। সিরাজ বেশ ফর্মে রয়েছেন এবং শামী আগের ম্যাচে ৫টা উইকেট তুলেছেন। এই অবস্থায় দুইজনের মধ্যে যে কোনো একজনকে বসানোর সিদ্ধান্তও বেশ কঠিন হতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।

ICC World Cup 2023 India vs England

অপরদিকে, অশ্বিনকে শুক্রবারে নেট প্র্যাকটিস করতে দেখে তাঁকে রবিবারে মাঠে দেখা যেতে পারে বলে দাবি করেছেন অনেকে। তবে তিনি ফিরলে কে বসবে? সেটাই এখন প্রশ্ন চিহ্নের মুখে। সিদ্ধান্ত যাই হোক না কেন, স্পিন অস্ত্র প্রয়োগ করেই আপাতত সেমি ফাইনালের টিকিট পাকাপাকি করতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements