রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Zee Bangla Serial: ঝাপে লাঠি! নবমীতেই বন্ধ হচ্ছে মা-বোনেদের এই জনপ্রিয় সিরিয়াল

Zee Bangla Serial: জি বাংলার (Zee Bangla) পর্দা থেকে বিদায় নিতে চলেছে এক জনপ্রিয় ধারাবাহিক। কয়েকদিন ধরেই এই চ্যানেলের ধারাবাহিক বন্ধ হওয়ার খবর শোনা যাচ্ছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হতে…

Advertisements

Zee Bangla Serial: জি বাংলার (Zee Bangla) পর্দা থেকে বিদায় নিতে চলেছে এক জনপ্রিয় ধারাবাহিক। কয়েকদিন ধরেই এই চ্যানেলের ধারাবাহিক বন্ধ হওয়ার খবর শোনা যাচ্ছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হতে চলল। নবমীতেই বন্ধ হয়ে যেতে চলেছে জি বাংলার একটি ধারাবাহিক। চ্যানেলে নতুন সিরিয়ালদের জায়গা করে দিতে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এক ধারাবাহিক। কী নাম? চলুন জেনে নেওয়া যাক।

Zee Bangla Serial

Advertisements

বহু দিন ধরেই জি বাংলার পুরনো সিরিয়াল বন্ধ হওয়ার খবর শোনা যাচ্ছিল। এই তালিকায় একটি নয়, রয়েছে একাধিক সিরিয়ালের নাম। তালিকায় ছিল ‘গৌরী এলো’ (Gouri Elo), ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)ও ‘খেলনা বাড়ি’র (Khelna Bari) নাম। এই সিরিয়ালগুলোর স্লটও একবার করে পাল্টে গিয়েছে। ‘গৌরী এলো’ ও ‘খেলনা বাড়ি’কে রাতের স্লটে ঠেলে দেওয়া হয়েছে এবং ‘ইচ্ছে পুতুল’ টেনে আনা হয়েছে সন্ধ্যাবেলার স্লটে। সিরিয়াল বন্ধ হওয়ার ব্যাপারে যদিও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে এক ফ্যান পেজ থেকে একটি বন্ধ হওয়ার দাবি করা হয়েছে।

Zee Bangla Serial

পূর্বে কেউ দাবি করছিলেন যে, ‘ইচ্ছে পুতুল’ বন্ধ হতে পারে। আবার কেউ দাবি করছিলেন, ‘গৌরী এলো’ বন্ধ হতে পারে। প্রথমদিকে ‘ইচ্ছে পুতুল’-এর পাল্লা ভারী থাকতে দেখা গেলেও বর্তমানে পুরো খেলাই উল্টে যেতে দেখা গেল। টিআরপি দৌড়ে ‘অনুরাগের ছোঁয়া’কে টেক্কা দিয়ে টিকে থাকার যোগ্যতার প্রমাণ দেয় ধারাবাহিকটি। আর তাই, এখনই এই ধারাবাহিকটি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি করা হচ্ছে।

Zee Bangla Serial

এইদিকে একটি ফেসবুকের ফ্যান পেজের তরফে দাবি করা হয়েছে যে, জি বাংলার একটি ধারাবাহিক নিশ্চিতরূপে ২৩ অক্টোবর তারিখে বন্ধ হবে। পেজটির নাম হল টেলি আড্ডা। এই পেজের তরফেই বলা হয়েছে ২৩ তারিখে জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। একই প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক আসার কারণে এমনটা ঘটতে চলেছে বলে দাবি করা হয়েছে। যদিও গোপনীয়তা বজায় রাখার জন্য এখনও পর্যন্ত পেজের তরফে প্রোডাকশন হাউস ও ধারাবাহিকের নাম বলা হয়নি।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements